shono
Advertisement

সরকারি খরচে এবার তীর্থে ঘুরতে পারবেন প্রবীণরা!

ভোটারদের মন জয় করতে এক অভিনব ঘোষণা করল রাজস্থানের বসুন্ধরা রাজে সরকার৷ The post সরকারি খরচে এবার তীর্থে ঘুরতে পারবেন প্রবীণরা! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:55 PM Mar 01, 2017Updated: 03:18 PM Mar 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ভোটারদের মন জয় করতে এক অভিনব ঘোষণা করল রাজস্থানের বসুন্ধরা রাজে সরকার৷ এবার ৭০ বছরের উর্ধ্বের প্রবীণদের সম্পূর্ণ বিনামূল্যে বিমানে তীর্থভ্রমণের ব্যবস্থা করে দিল রাজ্য সরকার৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবারই, জয়পুর বিমানবন্দর থেকে ৩০ জন তীর্থযাত্রীকে নিয়ে প্রথম বিমানটি উড়ে যায় তিরুপতির উদ্দেশ্যে৷ ওই তীর্থযাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছে সরকার৷

Advertisement

(গুরমেহরের সমর্থনকারীরা পাকিস্তানের পক্ষে, বিস্ফোরক মন্তব্য মন্ত্রীর)

‘দিনদয়াল উপাধ্যায় বরিষ্ঠ নাগরিক তীর্থ যোজনা’ নামের এই প্রকল্পের অন্তর্গত এই কাজে লটারির মাধ্যমে বেছে নওয়া ১০০০ জন প্রবীণ নাগরিকদের৷ ছাব্বিশটি ব্যচে ভাগ করে তীর্থযাত্রায় পাঠাবে রাজে সরাকার৷ ওই ভ্রমণ তালিকায় রয়েছে রামেশ্বরম, পুরি ও তিরুপতি মন্দির৷ এই প্রকল্পে সরকারের খরচ হচ্ছে প্রায় ১.৭৫ কোটি টাকা৷ এছাড়াও, গত বছর ‘আম্মা ক্যান্টিন’-এর আদলে সস্তায় খাবার যোগান দিতে ‘অন্নপূর্ণা কিচেন’ নামের একটি প্রকল্পও শুরু করে রাজে সরকার৷

কন্ডোমের বিজ্ঞাপনে সানির লাস্যে আপত্তি মহিলাদেরই

The post সরকারি খরচে এবার তীর্থে ঘুরতে পারবেন প্রবীণরা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement