shono
Advertisement

রজনীকান্তের সঙ্গে ‘জেলার’ দেখবেন যোগী, দুবাইয়ে ‘থালাইভা’ ম্যাজিকে বুঁদ রোনাল্ডোও!

ইতিমধ্যেই ৩০০ কোটি ব্যবসা করে ফেলেছে রজনীকান্তের এই ছবি।
Posted: 09:57 AM Aug 19, 2023Updated: 10:26 AM Aug 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বক্স অফিসে ‘থালাইভা’ ম্যাজিক। সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি জেলার মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে সুনামি। একের পর এক রেকর্ড ভেঙে দুর্বার গতিতে এগিয়ে চলেছে জেলার। হিসেব বলছে, ইতিমধ্য়েই গোটা বিশ্বে ৩৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। যা কিনা রেকর্ড। তবে শুধু ব্য়বসার অঙ্কে নয়। রজনীকান্তের জেলার ছবির সঙ্গে এবার জুড়ে গেল ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্য যোগীর নাম।

Advertisement

ব্যাপারটা একটু খোলসা বলা যাক। পরিবার নিয়ে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সূত্রের খবর, দুবাইয়ের একটি মাল্টিপ্লেক্সে নাকি স্বপরিবারে রজনীকান্তের জেলার ছবি দেখতে গিয়েছিলেন রোনাল্ডো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবির মাধ্য়মেই রটে যায় এই খবর।

[আরও পড়ুন: ‘কেউ প্লিজ আমাদের এক সিনেমায় নিন’, আরজি ‘ননদ-বউদি’ করিনা-আলিয়ার! সাড়া করণের]

অন্যদিকে, সূত্রের খবর রজনীকান্ত নাকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জেলার ছবি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যোগীর সঙ্গে একসাথে বসেই নাকি জেলার দেখবেন রজনীও।

দাক্ষিণাত্য মেগাস্টার রজনীকান্তের সিনেমা মানেই দক্ষিণী রাজ্যগুলোতে উন্মাদনার পারদ তুঙ্গে। বৃহস্পতিবার ১০ আগস্ট মুক্তি পেয়েছে ‘জেলার’। চেন্নাই, বেঙ্গালুরুর প্রেক্ষাগৃহগুলির বাইরে যখন বাজি পুড়িয়ে ঢোল-তাসা নিয়ে ভক্তদের উল্লাসের অন্ত নেই, তখন থালাইভা খোদ হিমালয়ের উদ্দেশে যাত্রা করেছেন বলে শোনা যাচ্ছে! এবার জাপান থেকে এক দম্পতি চেন্নাইয়ে এসেছেন ‘জেলার’ দেখতে। যে ছবি-ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

[আরও পড়ুন: বলিউডে কেরিয়ার গড়ার আগেই গোত্তা? বিশ বাঁও জলে মধুমিতার হিন্দি সিনেমার কাজ!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement