সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বোস: ডেড অর অ্যালাইভ’ সিরিজে রাজকুমার রাওকে দেখা গিয়েছিল সুভাষচন্দ্র বোসের চরিত্রে। প্রস্থেটিকের বাইরে গিয়েও নেতাজির চরিত্র আত্মস্থ করতে গিয়ে যে হোমওয়ার্ক তিনি করেছিলেন, তার প্রতিফলন দেখা গিয়েছিল পর্দায়। এবার আরও একবার পর্দায় দেশপ্রেমিকের চরিত্রে ধরা দেবেন তিনি।
বলিউড মাধ্যমসূত্রে খবর, একটি প্রজেক্টে ভগৎ সিংয়ের চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। সম্প্রতি এক সংবাদমাধ্যমে এপ্রসঙ্গে মুখও খুলেছিলেন অভিনেতা। আর নতুন এই প্রজেক্ট নিয়ে রাজকুমার যে বেশ প্যাশনেট, তা তাঁর কথাবার্তাতেই পরিষ্কার। উল্লেখ্য, এর আগেও পর্দায় বহু অভিনেতাকে ভগৎ সিংয়ের চরিত্রে দেখা গিয়েছে। তবে রাজকুমারের প্রজেক্টে সেই একইরকম চর্বিত চর্বণের সাক্ষী থাকতে হবে না দর্শকদের।
[আরও পড়ুন: ‘সিনেমাহল নেই, গদর ২ দেখব কীভাবে?’, নিজস্ব সংসদীয় এলাকাতেই বয়কটের মুখে ‘নিখোঁজ’ সানি দেওল]
সূত্রের খবর, একটি মেগাসিরিজ হতে চলেছে। যার প্রস্তুতিপর্বে অন্তত আট মাস সময়ের প্রয়োজন। গবেষণাপর্ব শেষ হলেই চিত্রনাট্যের কাজ শুরু হবে। ভগৎ সিংয়ে চরিত্রের জবন্য ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন রাজকুমার নিজেও। অভিনেতা বলছেন, “অবশ্যই, আমি ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করার জন্য আমি মুখিয়ে রয়েছি। তাছাড়া এযাবৎকাল পর্দায় যেভাবে তাঁকে দেখে এসেছেন দর্শকরা, আমি যদি তাঁর ভূমিকায় অভিনয় করি, তাহলে অনেকটা আলাদাভাবেই উপস্থাপন করার চেষ্টা করব।”
প্রসঙ্গত, ‘শাহিদ’, ‘সিটি লাইটস’, ‘আলিগড়’ থেকে শুরু করে ‘ট্র্যাপড’, ‘কাই পো চে’র মতো সিনেমায় নিজের জাত চিনিয়েছেন রাজকুমার। মেথড অ্যাকটিংয়ে বিশ্বাস করেন বহু তুখোড় অভিনেতাই। অভিনয়কে আরও বেশি বাস্তব অভিমুখী করে তুলতে, চরিত্রের যতটা কাছাকাছি পৌঁছানো যায় তা করতে কসুর করেন না তাঁরা। এবার সেরকমই এক কাজ করতে চলেছেন অভিনেতা রাজকুমার রাও।অতঃপর ভগৎ সিংয়ের চরিত্রে তাঁকে দেখার জন্য যে দর্শকদের আলাদা একটা কৌতূহল থাকবে তা বলাই বাহুল্য।