সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের হাই প্রোফাইল তারকারাও নিরাপদ নন। তাঁরাও যে কোনও মুহূর্তে জালিয়াতির (Fraud) শিকার হতে পারেন, আরও একবার তা স্পষ্ট হয়ে গেল। কারণ এবার জালিয়াতি হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত তারকা অভিনেতা রাজকুমার রাও-এর (Rajkummar Rao) সঙ্গে। জানা গিয়েছে, অভিনেতার প্যান কার্ড (Pan Card) নম্বর ব্যবহার করে ঋণ নিয়েছে এক প্রতারক, যে বিষয়ে তিনি বিন্দুমাত্র অবগত নন। জালিয়াতির ঘটনা নিজেই টুইট (Tweet) করে জানিয়েছেন অভিনেতা।
শনিবার টুইট করে তাঁর সঙ্গে হওয়া জালিয়াতির কথা জানান রাজকুমার। ওই টুইটে ৩৭ বছর বয়স্ক অভিনেতা লেখেন, “আমার অজ্ঞাতে আমার প্যান কার্ডটিকে ব্যবহার করে একটি স্বল্পমূল্যের ঋণ নেওয়া হয়েছে।” গোটা বিষয়টি সম্পর্কে যে তিনি কিছুই জানতেন না, তাও জানিয়েছেন বলি তারকা।
[আরও পড়ুন: অস্কারের মঞ্চে সঞ্চালককে চড় মেরে অনুতপ্ত উইল স্মিথ, ছাড়লেন ফিল্ম অ্যাকাডেমি]
ওই টুইটে রাজকুমার আরও জানিয়েছেন যে এর ফলে তার ক্রেডিট স্কোরে (Credit Score) প্রভাব পড়বে। অতএব, সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন জনপ্রিয় অভিনেতা। তিনি লেখেন, “এর ফলে আমার ক্রেডিট স্কোরে প্রভাব পড়বে। CIBIL অধিকারিকদের অনুরোধ করছি দয়া করে বিষয়টি সংশোধন করুন এবং এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিন।” যদিও এখনও পর্যন্ত ক্রেডিট ইনফরমেশন বিউরো লিমিটেড (CIBIL) রাজকুমারকে কোনও উত্তর দেয়নি বলেই জানা গিয়েছে। এদিকে রাজকুমার রাওয়ের ঘটনায় চিন্তায় পড়েছেন ইন্ডাস্ট্রির অন্য তারকারা। কারণ এই ঘটনায় স্পষ্ট যে তাঁদের মতো হাই প্রোফাইল তারকাদের পরিচয়পত্র তথা ব্যক্তিগত তথ্য নকল হতে পারে, তাঁরাও যে কোনও মুহূর্তে জালিয়াতির শিকার হতে পারেন।
[আরও পড়ুন: আরিয়ান খান মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেলের মৃত্যু]
প্রসঙ্গত, বলিউড এখন অনেক বেশি এক্সপেরিমেন্টাল। তথাকথিত লাভ স্টোরি, নায়ক ভিলেনের মারপিটের বাইরে বলিউডের ঝুলিতে এখন একেবারে নতুন নতুন গল্প। যে গল্প বিনোদনের মোড়কে সমাজ বদলানোর কথাও বলে দেয়। এই ধরনের ছবিতে দেখা যায় রাজকুমার রাওকে। অল্প দিনেই ভাল অভিনেতা রাজকুমার তারকাও হয়ে উঠেছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা কুইন, নিউটন, গ্যাংগস অব ওয়াসেপুর, লুডো, আলিগড়ের মতো ছবিতে নিজেকে প্রমাণ করেছেন।