shono
Advertisement

নিশ্ছিদ্র প্রহরায় ঢাকছে সীমান্ত, পাক জঙ্গি রুখতে তৎপর কেন্দ্র

অনুপ্রবেশ রুখতে সীমান্তে লাগানো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির কাঁটাতার। The post নিশ্ছিদ্র প্রহরায় ঢাকছে সীমান্ত, পাক জঙ্গি রুখতে তৎপর কেন্দ্র appeared first on Sangbad Pratidin.
Posted: 04:23 PM Sep 17, 2018Updated: 04:23 PM Sep 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের কুলগামে বাড়িতে ঢুকে এক সেনা জওয়ানকে হত্যা করল জঙ্গিরা৷ শহিদ জওয়ানের নাম আহমেদ মালিক৷ সোমবার সকালে কুলগামের চুরথ এলাকায় তাঁর বাড়িতে বলপূর্বক ঢোকে জঙ্গিরা৷ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয় তাঁকে৷ ঘটনায়, আতঙ্কের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়৷ আত্মগোপন করে থাকা জঙ্গিদের খোঁজে সার্চ অপারেশন শুরু করেছে সেনা৷

Advertisement

[ইসরোর মুকুটে নয়া পালক, PSLV চেপে পাড়ি ব্রিটিশ স্যাটেলাইটের]

এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ রুখতে আরও তৎপর কেন্দ্র৷ ২৯০০ কিলোমিটার দীর্ঘ এই সীমান্তকে সুরক্ষিত করতে অত্যাধুনিক কাঁটাতারের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ সোমবার উপত্যকায় সীমান্ত রক্ষী বাহিনীর হেড কোয়ার্টারে হাজির হন স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেখানেই এই কাজের শুভ সূচনা করেন রাজনাথ সিং৷ এছাড়া উপত্যকার নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখেন তিনি৷ কথা বলেন বিএসএফের শীর্ষকর্তাদের সঙ্গে৷ সীমান্তকে নিশ্ছিদ্র করে উপত্যকায় জঙ্গি উপদ্রব বন্ধ করার বিষয়ে জোর দিতে বলেন সেনা জওয়ানদের৷

[সিবিএসই টপার গণধর্ষণে গ্রেপ্তার মূল অভিযুক্ত, অধরা বাকি দুই]

জানা গিয়েছে, ইজারায়েলি পদ্ধতিতে তৈরি এই অত্যাধুনিক কাঁটাতার রয়েছে ‘কুইক রেসপন্স মেকানিজম’৷ কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটলেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংকেত পাঠাতে পারবে এই বেড়াজাল৷ সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে ভিডিও চলে যাবে সীমান্তে সেনার আউটপোস্টে। মনিটরের মাধ্যমে যেখানে সারাক্ষণ নজরদারি চালাবে। এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে ‘কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম’ (সিআইবিএমএস)। এই বিষয়ে বিএসএফের ডিরেক্টর জেনারেল কে কে শর্মা জানান, নয়া এই ব্যবস্থা দেশের নিরাপত্তার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। সীমান্তে নজরদারি ব্যবস্থায় এক নতুন মোড় আনবে৷ এর আগে ২০১৭-তে ভারত-বাংলাদেশ সীমান্তকে সুরক্ষিত করতে একই কাঁটাতার লাগানোর কাজ শুরু করেছে কেন্দ্র৷

The post নিশ্ছিদ্র প্রহরায় ঢাকছে সীমান্ত, পাক জঙ্গি রুখতে তৎপর কেন্দ্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement