shono
Advertisement

‘মৃত জঙ্গির সংখ্যা জানতে বালাকোটে যান’, বিরোধীদের আক্রমণ রাজনাথের

অসমের ধুবুড়ির সভামঞ্চ থেকে বিরোধীদের আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ The post ‘মৃত জঙ্গির সংখ্যা জানতে বালাকোটে যান’, বিরোধীদের আক্রমণ রাজনাথের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:27 PM Mar 06, 2019Updated: 12:27 PM Mar 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতে কত জঙ্গির মৃত্যু হয়েছে, তা নিয়ে চলছে তুমুল চর্চা৷ দাবি-পালটা দাবির মাঝেই বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ কতজন জঙ্গি মারা গিয়েছে এয়ারস্ট্রাইকে তা জানার জন্য বিরোধীদের বালাকোটে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷

Advertisement

[মোদির জন্যই রাফালে আসতে দেরি, লোকসভার আগে সুর বদল কংগ্রেসের]

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হন চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান৷ প্রতিশোধের আগুনে ফুঁসছিল দেশ৷ তাই পালটা পাকিস্তানকে জবাব দিতে এয়ারস্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা৷ ২৬ ফেব্রুয়ারি গুঁড়িয়ে দেওয়া হয় বালাকোটের তিনটি জঙ্গিঘাঁটি৷ প্রত্যাঘাতের পর বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয় ওই হামলায় অন্তত ৩০০ জন জইশ জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে। বিতর্কের সূত্রপাত এই সংখ্যা নিয়েই। যদিও কেন্দ্র, প্রতিরক্ষামন্ত্রক বা বায়ুসেনা মৃত্যুর সংখ্যা নিয়ে প্রথম থেকেই কিছুই বলেনি। এমনকী, এয়ারস্ট্রাইকের পর প্রথমবার সাংবাদিক বৈঠক করেও খতম হওয়া জঙ্গির সংখ্যা প্রকাশ করেননি খোদ বায়ুসেনা প্রধানও৷ তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, বায়ুসেনা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করতে সক্ষম হয়েছে ঠিকই৷ তবে কতজনকে খতম করা হয়েছে সেই সংখ্যা গোনার দায়িত্ব নয় বায়ুসেনার৷ প্রয়োজন হলে সরকার সেই তথ্য প্রকাশ করবে৷ তবে বিরোধীরা বারবারই দাবি করেছে এয়ারস্ট্রাইকে কতজন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে, সেই তথ্য প্রকাশ করুক সরকার৷ এই দাবির পরিপ্রেক্ষিতেই বিরোধীদের পালটা আক্রমণ করেন রাজনাথ সিং৷ মঙ্গলবার অসমের ধুবুড়িতে সভামঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কিছু বিরোধী নেতা বারবার কতজন জঙ্গি মারা গিয়েছে, সেই সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। বায়ুসেনার দায়িত্ব ছিল নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করা। সেটা সফল হয়েছে। যাঁরা এই সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছেন, আমি তাঁদের বলব পাকিস্তানে গিয়ে সংখ্যাটা জেনে আসুন।”

[নৌসেনা ঘাঁটির উপর সন্দেহভাজন ড্রোন, ছড়াল চাঞ্চল্য]

ওই সভা থেকে রাজনাথ সিং ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন বা এনটিআরও’র একটি তথ্যও তুলে ধরেন। এনটিআরও’র দাবি, বালাকোটে জইশের ঘাঁটিতে হামলা চালানোর আগে প্রায় ৩০০ মোবাইল সক্রিয় ছিল ওই ক্যাম্পে। এই প্রসঙ্গ তুলে রাজনাথ বলেন, “এনটিআরও’র তথ্য বলছে হামলার আগে ওই ক্যাম্পে ৩০০ মোবাইল সক্রিয় ছিল। ওখানে কী তা হলে ওই মোবাইলগুলি গাছেরা ব্যবহার করছিল? এরপর আর বলার প্রয়োজন পড়ে না মৃত্যুর সংখ্যাটা ঠিক কত৷”  বিরোধীরা রাজনৈতিক ফায়দা তুলতে এনটিআরও’র তথ্যকে বিশ্বাস করতে চাইছেন না বলেও খোঁচা দেন রাজনাথ সিং৷ 

The post ‘মৃত জঙ্গির সংখ্যা জানতে বালাকোটে যান’, বিরোধীদের আক্রমণ রাজনাথের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement