সৌরভ মাজি: শক্তিগড়ে কয়লা মাফিয়া খুনের পর থেকেই চর্চায় নীল গাড়ি। ওই গাড়িতেই নাকি পালাচ্ছিল অভিযুক্তরা। কিন্তু ঘটনাচক্রে তা মাঝপথে ফেলে রেখেই তারা চম্পট দেয়। আর সেই গাড়ির সূত্র ধরেই কয়লা মাফিয়া খুনে জড়িয়ে পড়ল কলকাতার কসবার নাম।
ব্যাপারটা কী? জানা গিয়েছে, ওই রহস্যময় নীল গাড়িটির এক মহিলার নামে। তাঁর নাম শাশ্বতী চক্রবর্তী। সূত্রের খবর, বছর খানেক আগে গাড়িটি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। অনেকে দেখতেও আসেন। সব শেষে একটি সংস্থার কাছে গাড়ি বিক্রি করা হয়। পদ্ধতিগত সমস্যার কারণে সেই সময়ে গাড়ির নাম বদল হয়নি। ৬ মাসের মধ্যে নাম বদলের কথা ছিল। কিন্তু তা হয়নি। ফলে গাড়ির মালিক খাতায় কলমে এখনও শাশ্বতীদেবী।
[আরও পড়ুন: ‘রাজু আমার ছোট ভাইয়ের মতো’, শক্তিগড়ে ‘কয়লা মাফিয়া’ খুনে দুঃখপ্রকাশ অর্জুনের]
এদিকে ওই নীল রঙের গাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি গাড়ির নম্বর প্লেট। ফলত মনে করা হচ্ছে, নম্বর প্লেট বদলানো হত গাড়িটির। উদ্ধার হওয়া দুটি নম্বর প্লেটের সূত্র ধরে দমদমের দুই বাসিন্দার খোঁজ পেয়েছে পুলিশ। কিন্তু গাড়িটি কে কিনেছিলেন। কীভাবে তা বর্ধমানে গেল, সবটাই এখনও অজানা। শাশ্বতীদেবীর পরিবারের তরফে জানানো হয়েছে, যাকে তাঁরা গাড়িটি হস্তান্তর করেছিলেন, তার সঙ্গে যোগাযাগ করতে পারছেন না তাঁরা।
প্রসঙ্গত, শনিবার যেখানে গুলিকাণ্ড ঘটেছে, তার কিছুটা দূরে নীল গাড়িটি দাঁড় করানো ছিল। দুষ্কৃতীদের নিয়ে পালানোর জন্যই অপেক্ষা করছিল। প্ল্যানমাফিক নীল গাড়িতেই পালায় তারা। গাড়িটি শক্তিগড় রেলগেট পেরিয়ে আটাঘরের দিকে যায়। তারপর রাস্তায় গাড়িটি ফেলে কোনও একটা স্টেশন থেকে ট্রেনে উঠে পালায়।