সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে রাশিয়া। অন্যদিকে আমেরিকা। দুই মহাশক্তিধরের দ্বন্দ্বে বিগত প্রায় এক দশক ধরে সংকটে সিরিয়া। তা নিয়ে গোটা বিশ্বেই উদ্বেগ। উদ্বেগ কম নয় রাখি সাওয়ান্তের। কী, চমকালেন নাকি! না, অবাক হাওয়ার কিছু নেই। সিরিয়ার সংকট নিয়ে এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হলেন অভিনেত্রী। সে ভিডিও বার্তা ইনস্টাগ্রামে পোস্টও করেছেন তিনি।
[ বিগ বি ভেবে নেটদুনিয়ায় ভাইরাল এই ছবি, সত্যিটা জানেন? ]
রাখির সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই ভাবলে ভুল হবে। নিজের দল খুলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন নায়িকা। তবে দলের পরিণতি যে কী হয়েছিল, সে ইতিহাস গোপন থাকাই ভাল। কিন্তু সিরিয়া নিয়ে যখন গোটা পৃথিবী উদ্বেগে, মানবিকতার খাতিরে সকলেই যখন এগিয়ে এসেছেন তখন তিনিই বা চুপ করে থাকেন কী করে? হ্যাঁ, এটা ঘটনা যে, গত সাত বছর ধরেই সেখানে সাধারণ মানুষ নিগৃহীত হয়ে চলেছেন। মরছে শিশুরা। কিন্তু সাম্প্রতিক সময়ে তা নিয়ে নতুন করে শোরগোল পড়েছে। তার পিছনেও কনসেন্ট মেকিংয়ের চক্রান্ত দেখছেন অনেকে। সে প্রসঙ্গ আলাদা। ফেরা যাক রাখির উদ্বেগে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। জানিয়েছেন, মোদিজি রাশিয়া বোমা ফেলছে সিরিয়ায়। সেখানে ভারতীয়দের মৃত্যু হচ্ছে। রাখির পরিসংখ্যান অনুযায়ী, প্রায় শ’চারেক ভারতীয়র মৃত্যু হয়েছে। আর এ পরিস্থিতি তাঁদের বাঁচাতে মোদিজির যে এখনই কিছু করা উচিত এমনটাই মনে করেন রাখি। সে আবেদনও করেছেন তিনি।
তবে মোদির পাশাপাশি ভক্তদের কাছেও বিশেষ আবেদন রেখেছেন রাখি। তাঁর ভিডিও বা পোস্ট নিয়ে কটাক্ষ করেন নেটিজেনরা। রাখির আবেদন, সে কাজ যেন বন্ধ করেন অনুগামীরা।
[ কী লুকিয়ে জঙ্গি মনে? সন্ত্রাসের চোখ রাঙানি নিয়ে হাজির ‘ওমের্তা’র ট্রেলার ]
The post সিরিয়ায় ভারতীয়দের বাঁচাতে কিছু করুন, মোদিকে কাতর আবেদন রাখির appeared first on Sangbad Pratidin.