shono
Advertisement

‘সেনারা না খেয়ে থাকে, আর আমরা এটুকু সহ্য করতে পারব না?’

রামদেবের প্রশ্ন, সেনারা যখন এত কষ্ট স্বীকার করেন দেশের জন্য, তাহলে সাধারণ মানুষই বা দেশের ভালর জন্য একটু ভোগান্তি সহ্য করতে পিছপা হবেন কেন? The post ‘সেনারা না খেয়ে থাকে, আর আমরা এটুকু সহ্য করতে পারব না?’ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:28 PM Nov 13, 2016Updated: 02:58 PM Nov 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের জেরে সাধারণ মানুষের ভোগান্তি চলছেই৷ সাধারণ মানুষ ধৈর্যের পরিচয় দিচ্ছেন৷ কিন্তু কোথাও কোথাও সহ্যের বাঁধ ভাঙছে৷ লম্বা লাইনে দাঁড়িয়ে হয়রানিতে শিকার হচ্ছেন বহু মানুষ৷ আর সে ভোগান্তি নিয়ে এবার মুখ খুললেন যোগগুরু রামদেব৷ তাঁর প্রশ্ন, সেনারা দিনের পর দিন না খেয়ে থাকে৷ আর দেশের জন্য এটুকু কষ্ট আমরা সহ্য করতে পারব না?

Advertisement

শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও মানুষকে কিছুদিন ধৈর্য ধরতে অনুরোধ করেছিলেন৷ এদিন গোয়াতে প্রধানমন্ত্রী নিজেও সেই অনুরোধ করেন৷ জানান, ৫০ দিন একটু কষ্ট সহ্য করলেই দেশের চেহারা অন্য হবে৷ যদিও গতকাল থেকেই বিরোধীরা মানুষের ভোগান্তি নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছিল৷ পুরো বিষয়টি যে পরিকল্পনাহীন সে অভিযোগও উঠেছিল৷ এবার সে প্রসঙ্গে মুখ খুললেন বাবা রামদেবও৷ অত্যন্ত স্পর্শকাতর একটি দিক তুলে আনলেন তিনি৷ দেশের সুরক্ষায় জওয়ানরা দিনের পর দিন না খেয়ে কাটান৷ বিশেষত যুদ্ধকালীন পরিস্থিতিতে৷ সারা ভারত সেই পরিস্থিতিতে জওয়ানদের পাশে এসে দাঁড়ান, তাঁদের কুর্নিশ জানান৷ রামদেবের প্রশ্ন, সেনারা যখন এত কষ্ট স্বীকার করেন দেশের জন্য, তাহলে সাধারণ মানুষই বা দেশের ভালর জন্য একটু ভোগান্তি সহ্য করতে পিছপা হবেন কেন?

বস্তুত এ কথা যে শুধু রামদেবের একার এমনটা নয়৷ বিগত কয়েকদিনের ভোগান্তি সত্ত্বেও সাধারণ মানুষ মোদির পদক্ষেপকে স্বাগতই জানিয়েছেন৷ দেশে কালো টাকা রোখার প্রয়াসে একটু কষ্ট স্বীকার করে নিতে নারাজ নন কেউই৷ এ প্রসঙ্গে এক ওলা চালকের কথাও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ খুচরোর সমস্যায় থাকা এক ব্যক্তিকে তিনি জানিয়েছিলেন, টাকা দেওয়ার প্রয়োজন নেই৷ দেশের উন্নতিতে তাঁর অবদান নাহয় এটুকুই হোক৷ এদিন রামদেবের কথাতেও যেন থাকল সেই একই সুর৷

The post ‘সেনারা না খেয়ে থাকে, আর আমরা এটুকু সহ্য করতে পারব না?’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement