সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার টেস্ট হেরেছে পাকিস্তান। এমন পারফরম্যান্স দেখে শান মাসুদের দলকে কাঠগড়ায় তুলেছেন সেদেশের প্রাক্তন ক্রিকেটাররা। তার মধ্যেই পাকিস্তানের হারের নেপথ্যে ভারতের ভূমিকা খুঁজে পেলেন প্রাক্তন পাক তারকা রামিজ রাজা। তাঁর কথায়, পাকিস্তান বোলিংয়ের এমন হতশ্রী দশার জন্য ভারতের হাত রয়েছে।
ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট হেরেছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৪০০-র উপর রান করেও হার মানতে হয়েছে। প্রশ্ন উঠছে প্রথম ইনিংসে ৪৪৮ রানে ডিক্লেয়ার করে দেওয়াই বুমেরাং হল পাকিস্তানের জন্য? যেহেতু তখনও তাঁদের ৪ উইকেট হাতে ছিল এবং মহম্মদ রিজওয়ান ব্যাট করছিলেন, ফলে আরও বড় রানের দিকে এগোতেই পারত পাকিস্তান। এমনকী ডিক্লেয়ার দেওয়ার পর রীতিমতো অসন্তুষ্ট হয়েছিলেন রিজওয়ান। সেটাই বুমেরাং হয়ে ফিরে এল পাক শিবিরের জন্য। প্রথমবার বাংলাদেশের কাছে টেস্ট হারতে হল পাকিস্তানকে।
[আরও পড়ুন: ‘লড়াই সবে শুরু’, অবসরপ্রাপ্ত ভিনেশের কথায় রাজনীতিতে অভিষেকের ইঙ্গিত!]
তার পর থেকেই প্রবল সমালোচনার মুখে গোটা পাক দল। সেই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন রামিজ রাজা। তাঁর কথায়, পাকিস্তানের দল নির্বাচনেই গলদ ছিল। ক্রিকেটার আত্মবিশ্বাস একেবারে তলানিতে। কেন? রামিজের মতে, "এশিয়া কাপে পেস সহায়ক উইকেটে যেভাবে ভারতীয় ব্যাটাররা পাক বোলিং লাইন আপ নিয়ে ছিনিমিনি খেলেছে, তখন থেকেই পাকিস্তানের দুর্দশা শুরু হয়েছে। গোটা বিশ্ব জেনে গিয়েছে, পাকিস্তানের এই বোলিংয়ের বিরুদ্ধে পালটা মার শুরু করলেই সাফল্য মিলবে। কারণ বোলারদের গতি নেই, দক্ষতাও নেই।"
রামিজ রাজা আরও বলেন, বাংলাদেশের বোলাররা অনেক বেশি উইকেট তোলার চেষ্টা করেছেন। কিন্তু পাক বোলাররা উইকেটের আশেপাশে নাটক করতে ব্যস্ত ছিল। তাই ১৩৫ কিলোমিটার গতি নিয়েও সফল হয়েছেন বাংলাদেশের বোলাররা। অধিনায়ক শান মাসুদকে তোপ দেগে রামিজের মন্তব্য, ঘরের মাঠেও পরিস্থিতি বুঝতে পারেননি অধিনায়ক। তাই বাংলাদেশের মতো দলের বিরুদ্ধেও পাকিস্তানকে টেস্ট হারতে হচ্ছে।