shono
Advertisement

আলিয়ার আবদার, অনিচ্ছা সত্ত্বেও কফি উইথ করণে আসবেন রণবীর!

প্রথম এপিসোডেই নাকি দেখা যাবে আলিয়া ও রণবীরকে।
Posted: 04:41 PM Apr 18, 2023Updated: 04:41 PM Apr 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বউয়ের কথা অমান্য করাই যাবে না। হ্য়াঁ, তা সাধারণ পুরুষ মানুষ হোক কিংবা বলিউড স্টার রণবীর। বউয়ের কাছে সবাই জব্দ। একথা জানেন করণ জোহরও। তাই তো আলিয়াকে দিয়ে রণবীরকে পটিয়ে ফেললেন করণ!

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ফের শুরু হতে চলেছে করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’। ইতিমধ্য়ে এই শোয়ে কারা আসবেন তা নিয়ে জল্পনা বলিউডে। তবে শুরুতে থাকছেন কে? তা নিয়েই নানা স্পেকুলেশন শোনা যাচ্ছিল। নতুন খবর অনুয়ায়ী, প্রথম এপিসোডে নাকি রণবীর কাপুর ও আলিয়া ভাট হাজির হবেন। সঙ্গে নাকি থাকতে পারে আলিয়া-রণবীরের মেয়েও। আর এই গোটা ব্যাপারটায় নাকি রাজি হচ্ছিলেন না রণবীর। অনেক কষ্টে আলিয়াই নাকি রণবীরকে রাজি করিয়েছেন।

[আরও পড়ুন: আসছে ট্রিপল B! RRR-এর কায়দায় নতুন তিন ছবির ঘোষণা দেবের]

‘কফি উইথ করণে’র নতুন সিজনে তারকার তালিকায় রয়েছে প্রচুর দক্ষিণী তারকাও। বলিউড তারকাদের পাশাপাশি করণের এই শোয়ে দেখা যেতে পারে কান্তারার ঋষভ, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন, এমনকী, ‘নাটু নাটু’র অস্কার জয়ের কথা মাথায় রেখে করণ তালিকায় রেখেছেন রামচরণ ও জুনিয়ার এনটিআরকে।

তবে শুধু নায়কদের তালিকা নয়। শোনা যাচ্ছে, নতুন সিজনে দেখা যেতে পারে রশ্মিকা মান্দানা, সামান্তা প্রভুকেও। তবে আপাতত, এসব নিয়ে মুখ খুলতে নারাজ করণ। যা রটেছে তা গুঞ্জনেই।

[আরও পড়ুন: ‘পরিশ্রম করো, পরিবারকে নিয়ে সিনেমা দেখতে পারবে!’, ভক্তদের উপদেশ সলমনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement