সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে বল গড়াল কেরল বনাম বাংলার রনজি ট্রফির ম্যাচের। ভেজা মাঠের জন্য যাদবপুরের মাঠে প্রথম দিন খেলা হয়নি। দ্বিতীয় দিন অবশ্য দাপট দেখা গেল বাংলারই। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে কেরলের রান ৫১। ৩ উইকেট তুলে বাংলাকে আশার আলো দেখাচ্ছেন ঈশান পোড়েল।
রনজিতে বিহারের সঙ্গে বাংলার ম্যাচ ভেস্তে গিয়েছিল। সেখানে অবশ্য বাধা হয়ে দাঁড়িয়েছিল কল্যাণীর স্টেডিয়ামের পরিকাঠামো। সেই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেয়েছেন অনুষ্টুপ মজুমদাররা। ফলে কেরলের বিরুদ্ধে জিততে মরিয়া বাংলা। তার মধ্যে যাদবপুরের প্রথম দিনের খেলা পণ্ড হয়েছে। এদিনও খেলা শুরু হতে বেজে গেল প্রায় সাড়ে তিনটে। আম্পায়াররা দুবার পর্যবেক্ষণের পর অবশেষে অনুমতি মিলল।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক। যদিও বাংলা দলে নেই মুকেশ কুমার। অন্যদিকে কেরলের হয়ে খেলছেন না সঞ্জু স্যামসনও। সেখানে আঘাত আনেন ঈশান পোড়েল। কেরলের তিন উইকেট তুলে নিয়ে প্রথম দিনের শেষে বাংলাকে এগিয়ে দিয়েছেন তিনি। আরেকটা উইকেট তুলেছেন প্রদীপ্ত প্রামাণিক। কেরলের হয়ে অপরাজিত আছেন অধিনায়ক শচীন বেবি ও অক্ষয় চন্দ্রন।
রনজি ট্রফির এলিট সি গ্রুপে তৃতীয় স্থানে আছে বাংলা। ২ ম্যাচে পয়েন্ট ৪। আগের ম্যাচে মাত্র ১ পয়েন্ট আসায় এমনিতেই চাপে রয়েছে ঋদ্ধিমান সাহারা। কেরলের বিরুদ্ধেও একদিন নষ্ট হয়েছে। ফলে তৃতীয় দিনে কেরলকে দ্রুত অল আউট করে জয়ের জন্য ঝাঁপাতে হবে বাংলাকে। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লও বলেন, "৪ উইকেট তুলে নিয়ে শুরুটা ভালো হয়েছে। আশা করি কাল আরও ভালো ফল পাব। বোলারদের ইতিবাচক মানসিকতা দেখে ভালো লাগছে।"