সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রানাঘাট স্টেশন থেকে বলিউড।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা গানে রাতারাতি তারকা রানু মণ্ডল (Ranu Mondal)। পরিচালক হিমেশ রেশমিয়ার (Himesh Reshammiya) সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে প্লেব্যাক। রানুর এই যাত্রাটা একেবারেই ছিল স্বপ্নের মতো। অনেকেই ভেবেছিলেন এবার বুঝি রানুর কপাল খুলে গেল। আর স্টেশন বসে হাত পাততে হবে না তাঁকে। নিজের প্রতিভা দিয়েই এগিয়ে যাবেন রানু। তবে রানুকে নিয়ে ঠাট্টাও কম হয়নি সোশ্যাল মিডিয়ায়। হিমেশের সঙ্গে ‘তেরি মেরি’ (Teri Meri) গান গেয়ে একদিকে যেমন ভাইরাল হয়েছিলেন, তেমনি সেই গান নিয়েই রানুকে কটাক্ষ করা শুরু করেছিলেন নেটিজেনরা। তবে সব এখন অতীত। আর রানুও ফিরলেন সেই অতীতেই। সেই রানাঘাটের ভাঙা বাড়িতে স্বপ্নগুলো ফের জায়গা করে নিল। খবর থেকে একেবারে হারিয়েই গেলেন রানাঘাটের ‘লতা মঙ্গেশকর’ নামে খ্যাত রানু মণ্ডল (Ranu Mondal)! তবে ভাইরাল হওয়াটা কিছুতেই যেন আটকাতে পারছেন না রানু। সুযোগ পেলেই টুক করে নেটপাড়ার নজর কেড়ে নিচ্ছেন তিনি। এই তো কিছুদিন আগে ভাইরাল গান ‘বচপন কা প্যার’ গেয়ে দুম করে নেটিজেনদের নজর কেড়ে নিয়ে ছিলেন রানু মণ্ডল। আর এবার রানু এমন এক কাণ্ড করে বসলেন, যা নিয়ে ফের নেটপাড়ায় শুরু হয়ে গেল শোরগোল।
এবার কী করলেন রানু মণ্ডল? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রানু মণ্ডলের এক সাক্ষাৎকার। অভিজিৎ সরকার নামে এক নেটিজেনের পেজ থেকেই রানু মণ্ডলের এই সাক্ষাৎকারটি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এই সাক্ষাৎকারেই অদ্ভুত মন্তব্য করে বসেন রানু।
[আরও পড়ুন: গাড়ি চালাতে গিয়ে পথচারীকে ধাক্কা, হৃতিক-সলমনের সহ-অভিনেতার বিরুদ্ধে দায়ের FIR]
এই সাক্ষাৎকারে রানুকে জিজ্ঞেস করা হয়, হিমেশ কি আপনার খোঁজখবর নেয়? এই প্রশ্নের উত্তর দিতে বিন্দুমাত্র সময় নেননি রানু। টুক করে বলেন, ”হিমেশকে তো সেদিনই দেখলাম। টেম্পো করে এসে আমার বাড়ির জানলার পাশে বালি ফেলছে!”
রানুর এই ভিডিও নিয়ে ইতিমধ্যেই নেটিজেনরা ঠাট্টা করতে শুরু করে দিয়েছেন। নেটিজেনদের একাংশ যেমন রানুকে ট্রোল করতে ব্যস্ত। অন্যদিকে কেউ কেউ রানুর মানসিক অবস্থার প্রসঙ্গে তুলে চিকিৎসক দেখানোর কথাও বলছেন।
অন্যদিকে, বিগত এক বছর ধরেই রানু মণ্ডলকে নিয়ে সিনেমা তৈরি করার পরিকল্পনা করছেন পরিচালক হৃষীকেশ মণ্ডল। অবশেষে ছবিটি হচ্ছে এবং হিন্দিতে। রানু মণ্ডলের চরিত্রে অভিনয় করবেন ‘সেক্রেড গেমস’-খ্যাত অভিনেত্রী ঈশিকা দে। নভেম্বর মাসে শুটিং শুরু হতে পারে। ছবির নাম ‘মিস রানু মারিয়া’। নয়ের দশকের ফ্লেভার থাকবে ছবিতে এবং নিশ্চিতভাবে একাধিক গান থাকবে। সংগীত পরিচালনার দায়িত্বে সুরজিৎ, সিধু ও নীলাকাশ।