সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি-র রথযাত্রা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি৷ কিন্তু, এ রাজ্যে আদৌও রথযাত্রা হবে তো? সেই আশঙ্কা থেকেই আদালতের দ্বারস্থ বঙ্গ বিজেপি৷ বুধবার হাই কোর্টে মামলার শুনানিতে একথা জানালেন দলের আইনজীবী৷ বৃহস্পতিবার ফের মামলার শুনানি হবে হাই কোর্টে৷ আদালতে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাবে রাজ্য সরকার৷
[অন্তরার রহস্যমৃত্যুতে নয়া মোড়, মিলল সুরজিতের প্রেমিকার খোঁজ]
শিয়রে লোকসভা ভোট৷ এ রাজ্যে সংগঠনকে চাঙ্গা করতে হিন্দি বলয়ের আদলে রথযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে রাজ্য বিজেপি৷ কর্মসূচির নির্ঘন্টও চূড়ান্ত৷ জানা গিয়েছে, আগামী ৭ ডিসেম্বর কোচবিহার, ৯ ডিসেম্বর গঙ্গাসাগর ও ১৪ ডিসেম্বর তারাপীঠ থেকে তিনটি রথ বের করবেন বিজেপি কর্মী-সমর্থকরা৷ উপস্থিত থাকবেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল৷ রথযাত্রা কর্মসূচির বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল৷ বিজেপির কর্মসূচিকে ‘রাবণযাত্রা’ বলে কটাক্ষ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল কংগ্রেসের বর্ধিত কোর কমিটি বৈঠকে পালটা কর্মসূচিও ঘোষণা করেছেন তিনি৷ দলনেত্রীর ঘোষণা, বিজেপি-র রথযাত্রার পরের দিন একই জায়গায়, একই সময়ে ‘পবিত্র যাত্রা’ করবেন শাসকদলের কর্মী-সমর্থকরাও৷ কিন্তু, ঘটনা হল, এ রাজ্যে রথযাত্রা কর্মসূচির জন্য এখনও প্রশাসনের অনুমতিই জোগাড় করতে পারেনি বঙ্গ বিজেপি৷ তাই কলকাতা হাই কোর্টে মামলা করেছে তারা৷
বুধবার মামলাটির শুনানি ছিল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে৷ বিজেপি-র আইনজীবীর বক্তব্য, ১৯ অক্টোবর থেকে রথযাত্রার অনুমতি চেয়ে বারবার রাজ্য পুলিশের ডিজি, আইজি এমনকী, স্বরাষ্ট্রসচিবের কাছেও আবেদন জানানো হয়েছে৷ কিন্তু, উত্তর মেলেনি৷ প্রশাসন যদি অনুমতি না দেয়, সেক্ষেত্রে শেষ মুহূর্তে কর্মসূচি বাতিলও হয়ে যেতে পারে৷ তাই বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷ হাই কোর্টে রথযাত্রা মামলায় রাজ্যের হয়ে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল৷ তাঁর বক্তব্য, পুলিশের ডিজি, এডিজি এমনকী, স্বরাষ্ট্রসচিবও এ রাজ্যে মিটিং-মিছিলের অনুমতি দেওয়ার উপযুক্ত ব্যক্তি নন৷ বিজেপি নেতারা ভুল জায়গায় আবেদন জানিয়েছেন৷ দু’পক্ষের সওয়াল-জবাব শুনেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী৷ বৃহস্পতিবার মামলার শুনানিতে রথযাত্রা নিয়ে চূড়ান্ত অবস্থান জানাবে রাজ্য সরকার৷
[ উত্তুরে হাওয়ার দাপটে নামছে পারদ, শীতের আমেজ তিলোত্তমায়]
The post রথযাত্রা আদৌও হবে তো? আশঙ্কার চোরাস্রোত বঙ্গ বিজেপির অন্দরেই appeared first on Sangbad Pratidin.