অর্ণব আইচ: দশ বছরে শংকর আঢ্যর সংস্থার মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল হয়েছে। শনিবার আদালতে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ২০১২-১৩ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষের মধ্যে হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে। এস আর আঢ্য ফিনান্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে এই বদল হয়েছে বলে তদন্তে জানতে পারে ইডি। ইতিমধ্যে এই সংক্রান্ত নথি উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
রেশন দুর্নীতি মামলায় ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের সিএ অরিবিন্দ সিংকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তাঁকে জিজ্ঞাসাবাদ করে দশ বছরে এক হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া গিয়েছে। তদন্তকারীদের দাবি, আঢ্যর ফোরেক্স-সহ চারটি সংস্থার মাধ্যমে তাঁর সিএ অরবিন্দ সিং ৩৫০ কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করেছেন। এছাড়া হীরামতি এক্সপোর্ট নামে একটি সংস্থার মাধ্যমে ১১৭ কোটি বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে।
[আরও পড়ুন: জ্বলছে মণিপুর! ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’ মায়ানমার সীমান্ত সিল করছে কেন্দ্র]
ফোরেক্স সংস্থার মাধ্যমে শংকর আঢ্য রেশন দুর্নীতির কালো টাকা সাদা করেছেন বলেই দাবি ইডির। যদিও সে দাবি বার বারই খারিজ করেছেন খোদ তৃণমূল নেতা। নিজেকে নির্দোষ বলেও একাধিকবার জানান শংকরবাবু। শনিবার আদালতে দাঁড়িয়ে শংকরের আইনজীবী দাবি করেন, “ইডি এফিডেভিট দিয়ে বলুক এত কোটি টাকার যোগ পাওয়া গিয়েছে বা বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করা হয়েছে।” গ্রেপ্তারির নেপথ্যে চক্রান্ত রয়েছে বলেই দাবি শংকর আঢ্যর।