shono
Advertisement

Breaking News

ED

রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি, কলকাতা-সহ ১০ জায়গায় তল্লাশি

জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ মিল মালিক বারিক বিশ্বাসের একাধিক ঠিকানায় তল্লাশি। এছাড়া মঙ্গলবার তল্লাশি চলে দেগঙ্গার ব্যবসায়ী মুকুল রহমান ও ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাইয়ের বাড়িতেও।
Published By: Sucheta SenguptaPosted: 08:56 AM Jul 30, 2024Updated: 01:03 PM Jul 30, 2024

সংবাদ প্রতিদিন ব্যুরো: লোকসভা ভোট মিটতেই ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রেশন দুর্নীতি মামলার কিনারা করতে মঙ্গলবার সকাল থেকে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তের অন্তত ১০ জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি (ED)। বিশেষ নজরে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ চালকল মালিক বারিক বিশ্বাস। তাঁর রাজারহাটের বাড়ি, বারাসত, বসিরহাটের একাধিক ঠিকানায় চলছে তল্লাশি অভিযান। বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।

Advertisement

জ্য়োতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাস।

এছাড়া ফ্ল্যাটের নিচে রাখা বারিক বিশ্বাসের দুটি বিলাসবহুল গাড়িতেও তল্লাশি চলে। ওই গাড়ি দুটি তাঁর সংস্থার নামে রয়েছে বলে তদন্ত সূত্রে খবর। এছাড়া দেগঙ্গার ব্যবসায়ী মুকুল রহমান ও ভাঙড়ের তৃণমূল (TMC) নেতা কাইজার আহমেদের ভাইয়ের বাড়িতেও অভিযান চালান ইডি কর্তারা। রেশন দুর্নীতি (Ration Scam) মামলার বিভিন্ন সূত্র খুঁজতে এই তল্লাশি বলে জানা যাচ্ছে।

এই আবাসনে বারিক বিশ্বাসের ফ্ল্যাটে ইডি তল্লাশি।

রেশন দুর্নীতিতে আগেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick), তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। তাঁদের সঙ্গেই উঠে এসেছিল বারিক বিশ্বাস, মুকুল রহমানদের নাম। এঁরা সকলেই চালকলের মালিক, এছাড়া বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। ইডির তথ্য অনুযায়ী, এত বড় রেশন দুর্নীতি মামলার খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ এসব ব্যবসায়ীরা রীতিমতো চক্রাকারে জড়িয়ে পড়েছেন। তাই তাঁদের জিজ্ঞাসাবাদ করে এবং বাড়িতে অভিযান চালিয়ে আরও বিস্তারিত তথ্যের খোঁজে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

[আরও পড়ুন: খাস কলকাতায় বাবার সামনেই মাকে খুন ‘কীর্তিমান’ নাবালিকার! সঙ্গী প্রেমিকও]

ইডি সূত্রে আরও খবর, এর আগে সোনা পাচার, গরু পাচার ও কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়েছিল বসিরহাটের সংগ্রামপুরের ব্যবসায়ী বারিক বিশ্বাসের। ২০১৪ সালে সোনা পাচার (Gold Smuggling) মামলায় তিনি গ্রেপ্তারও হন। ইডি আধিকারিকরা মনে করছেন, রেশন বন্টন দুর্নীতির বিপুল পরিমাণে টাকা সোনা এবং ইঁট ভাটার ব্যবসায় বিনিয়োগ করেছিলেন বারিক বিশ্বাস। তাঁর রাজারহাটের ফ্ল্যাটে একটি সংবর্ধনার ছবি রয়েছে। তাতে বারিক বিশ্বাসের নাম ছবি-সহ তৃণমূল কংগ্রেসের লোগো দেখা যাচ্ছে। ফলে তাঁর তৃণমূল-যোগ নিয়েও সংশয় তেমন নেই।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: অলিম্পিকের মহারণে শেষ হাসি জোকারের, দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন নাদাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের অ্যাকশন মোডে ইডি, রেশন দুর্নীতি মামলায় দিকে দিকে তল্লাশি।
  • নজরে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাস।
  • রাজারহাট, বসিরহাট, বারাসতে তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি, ইডি গেল ভাঙড়ের তৃণমূল নেতা কাইজারের ভাইয়ের বাড়িতেও।
Advertisement