shono
Advertisement

Breaking News

‘বিদেশের মাটিতে আমার পারফরম্যান্স…’, WTC ফাইনাল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন অশ্বিন

রোহিত-দ্রাবিড়দের কি কাঠগড়ায় তুললেন অশ্বিন?
Posted: 10:32 AM Jun 16, 2023Updated: 10:32 AM Jun 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) কি ব্যাথিত? বিশ্বের সেরা স্পিনারের তকমা থাকা সত্ত্বেও টেস্ট ফাইনাল থেকে বাদ পড়ায় ভিতরে ভিতরে রক্তাক্ত? যাঁকে বাদ দেওয়া নিয়ে এত বিতর্ক, টেস্ট ফাইনালের দিন চারেক বাদে তিনি মুখ খুললেন। বুঝিয়ে দিলেন তিনি বেদনা চেপে এগিয়ে যেতে শিখে গিয়েছেন। আবার এটাও বুঝিয়ে দিলেন, বিদেশের মাটিতে খেলা বলে তাঁকে যতই ব্রাত্য করে রাখা হোক, বিদেশেও ম্যাচ জেতানোর ক্ষমতা তিনি রাখেন।

Advertisement

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (World Test Championship) ভারতের বিপর্যয়ের পয়লা নম্বর কারণ কী? যে কাউকে জিজ্ঞেস করলে চোখ বন্ধ করে বলে দেবেন, রবিচন্দ্রন অশ্বিনের বাদ পড়া। দলে সুযোগ না পেয়ে কি খারাপ লেগেছিল? অশ্বিন বলছেন, “এটা ভীষণ কঠিন একটা প্রশ্ন। খেলতে পারলে তো নিশ্চয়ই খুব ভাল লাগত। কারণ আমি ফাইনালে পৌঁছাতে দলকে সাহায্য করেছিলাম। এমনকী আগের বারের ফাইনালেও চারটে উইকেট পেয়েছিলাম।”

[আরও পড়ুন: মধ্যরাতে আছড়ে পড়বে ‘বিপর্যয়’! ভাইরাল মহাকাশ থেকে তোলা ঝড়ের শ্বাসরোধী ছবি]

বিদেশের মাটিতে দুই স্পিনার খেলানো যাবে না, সেই অজুহাতে অশ্বিনকে বাদ দিয়ে রেখেছিল ভারতীয় টিম (Team India) ম্যানেজমেন্ট। অশ্বিন অবশ্য এই অজুহাত মানতে নারাজ। সোজা বলে দিচ্ছেন, বিদেশের মাটিতেও সাম্প্রতিক অতীতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। বিশ্বের এক নম্বর টেস্ট স্পিনার বলছেন, “সেই ২০১৮-১৯ মরশুম থেকেই বিদেশের মাটিতে আমার পারফরম্যান্স ভাল। আমার মনে হয় আমি দেশকে বহু ম্যাচ জেতাতেও পেরেছি।”

[আরও পড়ুন: সংবাদ প্রতিদিনের খবরে সিলমোহর, হাইব্রিড মডেলে ঘোষিত এশিয়া কাপের সূচি]

এতদূর পড়ে মনে হতেই পারে, রবিচন্দ্রন অশ্বিন হয়তো টিম ম্যানেজমেন্টকে ঘুরিয়ে কথা শোনাচ্ছেন। কিন্তু অশ্বিন পরক্ষণেই বলে দিয়েছেন,”কোচ-অধিনায়কের দিক থেকে ভাবতে গেলে বলতে হবে, শেষবার ইংল্যান্ড সফরে যখন সিরিজ ২-২ হল, তখন হয়তো ওদের মনে হয়েছে, ৪ পেসার এবং এক স্পিনারটাই সঠিক কম্বিনেশন। সেজন্যই হয়তো ফাইনালে ওই দল নামানো হয়েছিল। তাছাড়া ইংল্যান্ডে সমস্যা হল, স্পিনাররা চতুর্থ ইনিংসের আগে তেমন সুবিধা করতে পারে না।” অর্থাৎ অধিনায়ক এবং কোচের সিদ্ধান্তের সরাসরি বিরোধিতাও করেননি রবি অশ্বিন। শুধু বুঝিয়ে দিলেন, তিনিও ছিলেন। আর বিদেশের মাটিতে তিনি ভাল পারফর্ম করতে পারেন না, সেটা শুধুই মিথ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement