shono
Advertisement

Breaking News

‘রিভাবার জন্যই সংসার ভেঙেছে! ছেলের মুখ দেখি না’, বিস্ফোরক জাদেজার বাবা

বাবার অভিযোগের পালটা দিলেন রবীন্দ্র জাদেজা।
Posted: 02:23 PM Feb 09, 2024Updated: 02:23 PM Feb 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজের যুদ্ধে ব্যাটে-বলে বিস্ফোরণ ঘটান রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও বিস্ফোরণ ঘটে যাবে, সেটা কে জানত! টিম ইন্ডিয়ার (Team India) তারকা অলরাউন্ডার এবং তাঁর স্ত্রী রিভাবা-র (Rivaba Jadeja) বিরুদ্ধে একাধিক মারাত্মক অভিযোগ আনা হল। এবং সেই অভিযোগ আনলেন জাড্ডুর বাবা অনিরুদ্ধ সিং জাদেজা (Anirudhsingh Jadeja)! একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন তিনি। এদিকে এই ইস্যু নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের ক্রিকেটার। তিনিও পালটা দিলেন।

Advertisement

রবীন্দ্রর বাবা বলেন, “সত্যিটা জানতে চান? রবীন্দ্র এবং ওর স্ত্রী রিভাবা-র সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি ওদের সঙ্গে ফোনেও যোগাযোগ রাখতে চাই না। এবং ওরাও আমাকে ফোন করে না। রবীন্দ্রর বিয়ের দুই-তিন মাস পর থেকেই আমাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে।” এখানেই থেমে না থেকে রবীন্দ্রর বাবা ফের যোগ করেছেন, “আমি এই মুহূর্তে জামনগরে একাই থাকি। একই শহরে রবীন্দ্র ওর পরিবারকে নিয়ে আলাদা একটা বাংলোতে থাকে। তবে আমাদের মধ্যে কোনও যোগাযোগ নেই। সবটাই হয়েছে ওর বউয়ের জন্য। আমার ছেলের উপর মেয়েটা কোন জাদু করেছে, কে জানে!”

যদিও তাঁর বাবা একাধিক অভিযোগ করলেও, রবীন্দ্র থেমে থাকার পাত্র নন। তিনিও পালটা দিয়েছেন। গুজরাটি ভাষায় একটি টুইট করেছেন রবীন্দ্র জাদেজা। X হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘এই সাক্ষাৎকারকে একেবারেই পাত্তা দেবেন না। এটা তৈরি করা সাক্ষাৎকার। আমার ও রিভাবা-র ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এমন সাক্ষাৎকার তৈরি করা হয়েছে। এক পক্ষের কথা শুনে এই সাক্ষাৎকারের পুরোটাই ভুলে ভরা। আমিও অনেক কিছু বলতে পারি। কিন্তু পরিবারের সম্মানের কথা মাথায় রেখে চুপ করে আছি। কারণ জনসমক্ষে কাদা ছোড়াছুড়ি আমার পছন্দ নয়।’

[আরও পড়ুন: চোটে কাবু শ্রেয়স, ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিনটি টেস্টে অনিশ্চিত তারকা ব্যাটার!]

 

২০১৬ সালে রবীন্দ্র পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রিভাবা-কে বিয়ে করেন। কিন্তু কোন কারণে বাবা-ছেলের সম্পর্কের অবনতি ঘটল? রবীন্দ্রর বাবা ফের বলেছেন, “ওই মেয়েটাই আমাদের মধ্যে ভাঙন ধরিয়েছে। রবীন্দ্র আমার ছেলে হলেও ওর সঙ্গে যোগাযোগ রাখতে ইচ্ছা করে না। বাবা হিসেবে আমার বুক ফেটে যায়। এখন মাঝেমধ্যে মনে হয় রিভাবা-র সঙ্গে আমার ছেলের বিয়ে না হলেই সবচেয়ে ভালো হত। আরও ভালো হত যদি না রবীন্দ্র ক্রিকেট খেলত। কারণ সব বিবাদ তো অর্থ এবং সম্পত্তি দখলের জন্যই।” যদিও বাবার সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন তাঁর ছেলে।

এদিকে রবীন্দ্রর স্ত্রীর বিরুদ্ধে আরও ভয়ংকর অভিযোগ করেছেন তাঁর বাবা। অনিরুদ্ধ সিং জাদেজার প্রতিক্রিয়া, “বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই রিভাবা আমার কাছে সম্পত্তি ওর নামে লিখে দেওয়ার দাবি জানাতে থাকে। এখান থেকেই ঝামেলার সূত্রপাত। আসলে এই মেয়েটা কখনও আমাদের পরিবারের সঙ্গে থাকতে চায়নি। স্বাধীনভাবে স্বামীকে নিয়ে আলাদা থাকতে চেয়েছিল। আমি ভুল কাজ করেছি। আমার মেয়ে নয়না ভুল করেছে! কিন্তু একটা কথা বলুন, আমাদের পরিবারের বাকি ৫০ জন ভুল করেছে! এটা আদৌ হতে পারে!” তবে বাবার অভিযোগকে একেবারেই পাত্তা দিতে রাজি নন রবীন্দ্র। সেটা তাঁর বক্তব্যের স্পষ্ট।

২০১৭ সালের ৮ জুন রবীন্দ্র ও রিভাবার কন্যা সন্তানের জন্ম হয়। তবে পারিবারিক বিবাদের জেরে এখনও পর্যন্ত নাতনির মুখ পর্যন্ত দেখেননি অনিরুদ্ধ সিং জাদেজা। প্রিয় নাতনিকে কোলে তুলে নিতে না পারার জন্য তাঁর মনেও আক্ষেপ রয়েছে। কিন্তু পারিবারিক বিবাদ এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে, একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হলেন। এখন এই বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই দেখার।

[আরও পড়ুন: ‘ভুল করেছি’, কোহলির বাবা হওয়া নিয়ে আচমকা উলটো সুর ডেভিলিয়ার্সের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement