সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারের পর থেকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল গোটা ভারতীয় দলকে। সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল বোধহয় রবীন্দ্র জাদেজাকে নিয়েই। কারণ ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে সবথেকে ভাল ব্যাটিং করা হার্দিক পাণ্ডিয়ার রান আউটের পিছনে অনেকাংশে দায়ী ছিলেন জাদেজাই। একের পর এক ছক্কা হাঁকিয়ে যখন ভারতীয় দর্শকদের মনে আশার আলো জাগিয়েছিলেন পাণ্ডিয়া, তখনই জাদেজার কারণে আউট হন তিনি। এরপরেই প্রবল সমালোচনার মুখে পড়েন জাদেজা। শুধু সমালোচনাই নয়, তৈরি হয় একের পর এক মিমও। তবুও প্রকাশ্যে মুখ খোলেননি জাড্ডু। শেষপর্যন্ত অবশ্য তাঁর ধৈর্যের বাঁধ ভাঙল। এই বিষয়টি নিয়েই মুখ খুললেন তিনি। জানিয়ে দিলেন ইচ্ছাকৃত তিনি কখনই এমনটা করবেন না। সমালোচকরা যা খুশি তাই বলতে পারেন। তিনি সমালোচকদের জন্য ক্রিকেট খেলেন না। খেলেন দেশের জন্য।
[ড্রেসিংরুমে মারামারি করছেন পাণ্ডিয়া-জাদেজা! ভাইরাল ভিডিও]
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘খেলার মধ্যে এমনটা হতেই পারে। কেউ ইচ্ছাকৃত এমনটা করে না। সবাই দেশের জন্য খেলতে চায়, সবারই নিজস্ব একটি স্বপ্ন রয়েছে। বহুবারই ক্রিকেট ম্যাচে রান আউটের মতো ঘটনা ঘটেছে। তবে আমি এসব নিয়ে মাথা ঘামাই না। সমালোচকরা যা খুশি তাই বলতেই পারেন। প্রত্যেক সিরিজের পরেই কিন্তু তাঁদের দৃষ্টিভঙ্গি পালটে যায়। আমি সমালোচকদের জন্য খেলি না।’
[রান আউট হওয়ার পর মেজাজ হারিয়ে জাদেজাকে কী বললেন পাণ্ডিয়া?]
এদিকে, ভারতীয় বোলিং কোচের পদে জাহির খানের নিয়োগ নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত। তবে এর মধ্যেই ‘স্যার জাদেজা’র সমর্থন পেয়ে গেলেন তিনি। বললেন, ‘জাহিরের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আশা করছি ওর অধীনে আমাদের পেসাররা অনেক কিছু শিখতে পারবে।’