shono
Advertisement
Ravindra Jadeja

দলীপ ট্রফির দলে নেই জাদেজা, বাদ পড়লেন সিরাজও

ভারতীয় বোলিংয়ের উঠতি তারকা উমরান মালিকও দলীপ ট্রফি খেলতে পারবেন না।
Published By: Arpan DasPosted: 01:24 PM Aug 27, 2024Updated: 03:01 PM Aug 27, 2024

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: সামনের মাসেই শুরু হবে দলীপ ট্রফি। ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের বহু তারকাকে। বাংলা থেকেও রয়েছেন একাধিক ক্রিকেটার। কিন্তু শুরুর আগেই বাদ পড়লেন তিন ক্রিকেটার। ভারতীয় দলের নিয়মিত সদস্য রবীন্দ্র জাদেজা নেই দলীপ ট্রফিতে। অন্যদিকে বাদ পড়েছেন মহম্মদ সিরাজ, উমরান মালিকও।

Advertisement

৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীপ ট্রফি। ভারত এ, বি, সি, ডি, এই বিভাজনে চারটি দল খেলবে এই টুর্নামেন্টে। যেখানে মাঠে নামবেন শুভমান গিল, শ্রেয়স আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড়, ঋষভ পন্থের মতো তারকা। প্রথমে বিরাট কোহলি ও রোহিত শর্মার এই টুর্নামেন্টে খেলার কথা থাকলেও, পরে তাঁদের নাম রাখা হয়নি। এবার পড়লেন জাদেজা, সিরাজও।

[আরও পড়ুন: আনোয়ার বিতর্কে কড়া অবস্থান! মোটা জরিমানা হলে লড়াইয়ে যাবে ইস্টবেঙ্গল]

টুর্নামেন্টে রবীন্দ্র জাদেজা ছিলেন ভারত-বি দলে। এই দলের অধিনায়ক বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ। এছাড়াও আছেন যশ্বস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, মুকেশ কুমাররা। এই দলেই ছিলেন মহম্মদ সিরাজ। তাঁকেও দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে না। সিরাজের বিকল্প হিসেবে আসছেন আরেক পেসার নভদীপ সাইনি। অন্যদিকে ভারতীয় বোলিংয়ের উঠতি তারকা উমরান মালিকও দলীপ ট্রফি খেলবেন না। ইন্ডিয়া-সি দলে তাঁর জায়গায় আসছেন গৌরব যাদব।

[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে রাজি! কী জানালেন ভারতের স্পিনার কুলদীপ?]

বিসিসিআই থেকে জানানো হয়েছে, সিরাজ ও উমরান দুজনেই সম্পূর্ণ ফিট নন। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন কাশ্মীরের তরুণ ক্রিকেটার উমরান। দলীপ ট্রফি শুরুর আগে তাঁরা সুস্থ হয়ে উঠতে পারবেন না। ৫ সেপ্টেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর ও বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হবে দলীপ ট্রফি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সামনের মাসেই শুরু হবে দলীপ ট্রফি।
  • ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের বহু তারকাকে।
  • বাংলা থেকেও রয়েছেন একাধিক ক্রিকেটার। কিন্তু শুরুর আগেই বাদ পড়লেন তিন ক্রিকেটার।
Advertisement