shono
Advertisement

দুর্ঘটনার জেরে পুলিশের গাড়িতে ধাক্কা, রবীন্দ্র জাদেজার স্ত্রীকে ‘শারীরিক হেনস্তা’

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পিছনে রিভার কোনও দোষই ছিল না৷ The post দুর্ঘটনার জেরে পুলিশের গাড়িতে ধাক্কা, রবীন্দ্র জাদেজার স্ত্রীকে ‘শারীরিক হেনস্তা’ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:38 AM May 22, 2018Updated: 12:37 PM May 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের জামনগরে চূড়ান্ত হেনস্তার শিকার ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভা জাদেজা৷ প্রকাশ্য রাস্তায় তাঁর চুলের মুঠি ধরে মারধর করার অভিযোগ উঠল এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে৷ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ সঞ্জয় আহির নামের অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে৷

Advertisement

[সম্প্রীতির অনন্য নজির, হিন্দু ভাইয়ের প্রাণ বাঁচাতে রোজা ভাঙলেন মুসলিম যুবক]

গতকাল সন্ধ্যায় জামনগরের সারু সেকশন রোডের কাছে একটি ছোট দুর্ঘটনার শিকার হন রিভা জাদেজা৷ তাঁর বিলাসবহুল গাড়ি ধাক্কা মারে সঞ্জয় আহির নামের ওই পুলিশ কনস্টেবলের বাইকে৷ ঘটনাস্থলে পড়ে যান ওই কনস্টেবল৷ সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে এসে পুলিশকর্মীকে তুলতে উদ্যত হন রিভা৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, এরপরই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন সঞ্জয় আহির৷ তাঁর চুলের মুঠি ধরে মারধর শুরু করেন সঞ্জয়৷ রিভা বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে রোখা যায়নি৷ শেষমেশ প্রত্যক্ষদর্শীরাই উদ্ধার করেন রিভাকে৷স্থানীয়দের দাবি, দুর্ঘটনায় রিভার কোনও দোষই ছিল না৷ ওই পুলিশকর্মীই ভুল দিকে বাইক চালাচ্ছিলেন৷ দুর্ঘটনায় তিনি চোটও পাননি, অথচ ঘটনায় দুঃখপ্রকাশ করা তো দূরে থাক, উলটে আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি৷এই ঘটনায় রীতিমত স্তম্ভিত তাঁরা৷

[পাকিস্তানের বুকে কাঁপন ধরিয়ে ভারতের অস্ত্রাগারে আরও অত্যাধুনিক ব্রহ্মস মিসাইল]

ঘটনার কথা শিকার করেছেন পুলিশের উচ্চস্তরের আধিকারিকরাও৷ জামনগরের পুলিশ সুপার প্রদীপ শেজুই জানিয়েছেন, গতকাল একটি দুর্ঘটনা ঘটে, তারপরই ওই পুলিশকর্মীকে রিভার উপর হামলা করে ৷ ঘটনায় পুলিশ একটি এফআইআর দায়ের করেছে৷  এ বিষয়ে গুজরাটের ডিজিপির সঙ্গেও কথা বলেছেন পুলিশ সুপার৷ মহিলাদের উপর কোনও রকম অত্যাচার সহ্য করা হবে না বলেও জানিয়েছেন তিনি৷

The post দুর্ঘটনার জেরে পুলিশের গাড়িতে ধাক্কা, রবীন্দ্র জাদেজার স্ত্রীকে ‘শারীরিক হেনস্তা’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement