সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক মৃত্যু! গতমাসেই টেলিদুনিয়ার একাধিক তারকা চিরঘুমে দেশে পাড়ি দিয়েছেন। এবার প্রকাশ্যে এল আরেক জনপ্রিয় তারকার রহস্যজনক মৃত্যুর খবর। বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অমিতাভ বচ্চনের সহ-অভিনেতার পচা-গলা মৃতদেহ। শোকপ্রকাশ করেছেন খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।
মারাঠি সিনেদুনিয়ার কিংবদন্তী অভিনেতা তথা পরিচালক রবীন্দ্র মহাজানি মুম্বইতেও বেশ পরিচিত। বলিউডে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা গশমীর মহাজানির বাবা তিনি। শুক্রবার পুনের তালেগাঁও দাভাড়ের অ্যাম্বি ভিলেজের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় রবীন্দ্র মহাজানির দেহ। মৃতদেহে পচন ধরায় তীব্র গন্ধ পান প্রতিবেশীরা। এরপরই পুলিশে খবর দেন তাঁরা।
পুলিশের অনুমান, দিন তিনেক আগেই রবীন্দ্র মহাজানির মৃত্যু হয়েছে। অ্যাম্বি ভিলেজের এই ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। প্রতিবেশীর তরফে ফোন পেয়েই রবীন্দ্রর বাসভবনে ছুটে যান পুলিশ। শেষমেশ দরজা ভেঙে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে পাঠানো হয়েছে অভিনেতার দেহ।
[আরও পড়ুন: মানবতাই পরম ধর্ম, শুটিং ছেড়ে বন্যা বিধ্বস্ত পাঞ্জাবে ওষুধ-খাবার বিলোচ্ছেন সলমনের সহ-অভিনেতা]
রবীন্দ্র মহাজানির বয়স হয়েছিল ৭৭। মারাঠি সিনেদুনিয়ার বিনোদ খান্না হিসেবে পরিচিত ছিলেন তিনি। ১৯৬৯ সালে উৎপল দত্ত, অমিতাভ বচ্চন অভিনীত ‘সাত হিন্দুস্তানি’ ছবির সুবাদেই অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর। ৫০ বছরের ফিল্মি কেরিয়ারে বেশ কিছু কাজে নজর কেড়েছেন তিনি। তাঁর ছেলে গশমীর মহাজানিকে ‘ঝলক দিখলাজা’, ‘তেরে ইশক মে ঘায়েল’, ‘ধর্মবীর’, ‘ইমলি’ নামে একধিক টেলি সিরিজে দেখা গিয়েছে।