shono
Advertisement

Breaking News

Kotak Mahindra Bank

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের উপর বড়সড় নিষেধাজ্ঞা রিজার্ভ ব্যাঙ্কের, উদ্বেগে গ্রাহকরা

Published By: Subhajit MandalPosted: 05:48 PM Apr 24, 2024Updated: 05:48 PM Apr 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট আবহেই কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের (Kotak Mahindra Bank) উপর বড়সড় নিষেধাজ্ঞা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক। ওই বেসরকারি ব্যাঙ্কটি আর অনলাইনে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নতুন গ্রাহকদের সংযুক্ত করতে পারবে না। নতুন করে ক্রেডিট কার্ড ইস্যু করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Advertisement

বুধবার এক নির্দেশিকায় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank) জানিয়েছে, তথ্য প্রযুক্তি সংক্রান্ত অডিটে উদ্বেগজনক রিপোর্ট পাওয়ায় কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের নতুন গ্রাহকদের অনলাইন ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ে সংযুক্ত করার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। শুধু তাই নয়, পরবর্তী নির্দেশ পর্যন্ত নতুন করে কোনও ক্রেডিট কার্ডও ইস্যু করতে পারবে না কোটাক মাহিন্দ্রা। তবে, ব্যাঙ্কের বর্তমান গ্রাহকদের এ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। বর্তমান গ্রাহকরা যেভাবে পরিষেবা পাচ্ছেন, সেভাবেই পরিষেবা পাবেন।

[আরও পড়ুন: ‘ভারতে অবিশ্বাস্য কাজ করছেন মোদি’, ভোটের মাঝে ঢালাও প্রশংসা জেপিমর্গানের CEO-র]

সূত্রের খবর, তথ্যপ্রযুক্তির ঝুঁকি নিয়ন্ত্রণ এবং তথ্য সুরক্ষা কাজকর্মে গলদের কারণে এই পদক্ষেপ করেছে RBI। আরবিআই জানিয়েছে, ২০২২ এবং ২০২৩ সালে  ব্যাঙ্কের আইটি অডিটে উদ্বেগজনক রিপোর্ট পেয়েছে তারা। তাতে বোঝা যাচ্ছে, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের তথ্য প্রযুক্তি বিভাগে বিস্তর গলদ রয়েছে। ফলে নতুন গ্রাহকদের অনলাইন ব্যাঙ্ক বা মোবাইল ব্যাঙ্কিংয়ে সংযুক্তিকরণ ঝুঁকিপূর্ণ।

[আরও পড়ুন: ইরানের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে নিষেধাজ্ঞায় পড়তে হবে পাকিস্তানকে! হুঁশিয়ারি আমেরিকার]

রিজার্ভ ব্যাঙ্কের এই নির্দেশিকায় কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের গ্রাহকদের এখনই চিন্তার কোনও কারণ না থাকলেও শেয়ার বাজারে এর বিরাট প্রভাব পড়তে পারে। বৃহস্পতিবার বাজার খুললে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ারে ধস নামতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সূত্রের খবর, তথ্যপ্রযুক্তির ঝুঁকি নিয়ন্ত্রণ এবং তথ্য সুরক্ষা কাজকর্মে গলদের কারণে এই পদক্ষেপ করেছে RBI।
  • আরবিআই জানিয়েছে, ২০২২ এবং ২০২৩ সালে  ব্যাঙ্কের আইটি অডিটে উদ্বেগজনক রিপোর্ট পেয়েছে তারা।
  • তাতে বোঝা যাচ্ছে, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের তথ্য প্রযুক্তি বিভাগে বিস্তর গলদ রয়েছে।
Advertisement