shono
Advertisement

Breaking News

১০ টাকার দু’রকম কয়েনই চলবে, জানাল রিজার্ভ ব্যাঙ্ক

টাকার কয়েন কেউ না নিতে চাইলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ The post ১০ টাকার দু’রকম কয়েনই চলবে, জানাল রিজার্ভ ব্যাঙ্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 05:54 PM Nov 21, 2016Updated: 01:08 PM Nov 21, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজারে চালু থাকা ১০ টাকার দু’রকম কয়েনই ভালভাবে চলবে বলে এক বিবৃতিতে জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ‘রুপি’ লেখা এবং ‘রুপি’ লেখা দু’ধরনের ১০ টাকার কয়েনই গোটা ভারতে আইনগতভাবে বৈধ এবং চালু মুদ্রা৷ ১০ টাকার কয়েন কেউ না নিতে চাইলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ ১০ টাকার কয়েন চলছে না বলে কেউ যেন গুজব না ছড়ায়৷ এই কয়েন লেনদেনের ক্ষেত্রে সবাই নিতে বাধ্য৷

Advertisement

পুরনো পাঁচশো ও হাজার টাকার নোট বাতিলের মধ্যেই আচমকাই গোদের উপর বিষ ফোঁড়ার মত দশ টাকার কয়েন নিয়ে কয়েকদিন ধরে বিভ্রান্তি শুরু হয়৷ অনেকেই দশ টাকার কয়েন নিতে চাইছেন না৷ বাস থেকে খুচরো বাজারের এমন সমস্যার কথা পৌঁছয় রিজার্ভ ব্যাঙ্কের কানে৷ এই বিভ্রান্তি কাটাতে তাই পুরোদস্তুর প্রচারে নামছে রিজার্ভ ব্যাঙ্ক৷ পাশাপাশি এগিয়ে এসেছে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটিও৷ রিজার্ভ ব্যাঙ্ক বা স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির কর্তাদের অভিমত, পাঁচ ও দশ টাকার কয়েন নিয়ে অযথা বিভ্রান্তি তৈরি হয়েছে জনমানসে৷ আজ সোমবার থেকেই পাঁচ ও দশ টাকার কয়েন ব্যাঙ্ক খেকেই দেওয়া শুরু হবে৷ স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির পক্ষে মানস ধর বলেছেন,“২০০৮ সাল থেকে খোলা বাজারে দশ টাকার কয়েনের লেনদেন চালু হয়৷ প্রায় একইসময়ে পাঁচ টাকার কয়েনও চালু হয়৷ এতদিন দশ টাকার কয়েন নিয়ে কোনও সমস্যাই ছিল না৷ আচমকা বিভ্রান্তি দেখা দিয়েছে একশ্রেণির মানুষের মধ্যে৷ এই সমস্যা নিরসনের জন্যই এবার ব্যাঙ্কে লেনদেনের সময় ও দশ ও পাঁচ টাকার কয়েন দেওয়া হবে গ্রাহকদের৷ এতে যেমন গ্রাহকদের মধ্যে সংশয় কমবে, তেমনই খুচরো সমস্যাও অনেকটাই মিটবে” মানসবাবু বলেছেন, দশ টাকার মুদ্রা ‘জাল’ এমন কোনও তথ্য নেই রিজার্ভ ব্যাঙ্কের কাছে৷ তাই ব্যাঙ্কে দশ ও পাঁচ টাকার মু্দ্রা দেওয়া হলে আস্থা ফিরবে৷” পাশাপাশি, রবিবার থেকেই শহরের বেশ কিছু এটিএমে পাঁচশো টাকার নোট চলে এসেছে৷ রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম চালু ছিল৷ এটিএম থেকে কড়কড়ে নতুন পাঁচশো টাকার নোট মিলেছে৷ ফলে খানিকটা হলেও স্বস্তি মিলেছে আমজনতার মধ্যে৷ আজ সোমবারও অধিকাংশ এটিএম থেকে পাঁচশো টাকার নোট মিলবে বলে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে৷

The post ১০ টাকার দু’রকম কয়েনই চলবে, জানাল রিজার্ভ ব্যাঙ্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement