সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতিল ঘোষিত হওয়া ২ হাজার টাকার নোট বদলের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। আগামী ৭ অক্টোবর পর্যন্ত পুরনো ২০০০ টাকার নোট বদল করা যাবে। জানিয়ে দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক।
মে মাসের মাঝামাঝি রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank) বাজার থেকে সব ২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। বিবৃতি জারি করে আরবিআইয়ের তরফে জানানো হয়, কারও কাছে ২০০০ টাকার নোট থাকলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা ব্যাঙ্কে জমা করে বদলে ফেলতে হবে। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। যে কোনও ব্যাঙ্কেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে।
[আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অঝোরে বৃষ্টি, সপ্তাহান্তে পণ্ড হবে পুজোর শপিং?]
রিজার্ভ ব্যাঙ্কের সেই ডেডলাইন রবিবার শেষ হয়ে যাচ্ছে। তবে এখনও রিজার্ভ ব্যাঙ্কের ঘরে ১০০ শতাংশ নোট ফিরে আসেনি। RBI সূত্রের খবর, ১৯ মে ২০২৩ পর্যন্ত বাজারে ৩ লক্ষ ৬২ হাজার কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট চালু ছিল। যার মধ্যে ৩ লক্ষ ৪২ হাজার কোটি টাকা ফিরে এসেছে আরবিআইয়ের (RBI) হাতে। অর্থাৎ বাজারে পড়ে রয়েছে মাত্র ১৪ হাজার কোটি টাকার ২ হাজারের নোট। অর্থাৎ সিংহভাগ নোট রিজার্ভ ব্যাঙ্কের ঘরে ফিরেছে। যে সামান্য নোট এখনও ফেরা বাকি, সেটার জন্যই সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হল।
[আরও পড়ুন: এবার কুপওয়ারা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম দুই জঙ্গি]
অর্থনৈতিক মহলের ধারণা, সামান্য যে টাকাটা ব্যাঙ্কে ফিরতে বাকি সেটাও আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাঙ্কে ফিরে আসতে পারে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, আগামী সাতদিনও ওই আগের শর্তে অর্থাৎ একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত বদল করা যাবে। তবে ৭ অক্টোবরের পরও যদি কারও কাছে ২০০০ টাকার নোট থেকে থাকে, সেটাকেও এখনই অবৈধ বলে ঘোষণা করা হবে না।