shono
Advertisement

Breaking News

Virat Kohli

'হয়তো এটাই শেষবার...', ধোনিকে নিয়ে বিরাট মন্তব্য কোহলির, চর্চা নেটদুনিয়ায়

চেন্নাই-বেঙ্গালুরুর হাইভোল্টেজ ম্যাচের আগে আবেগের চোরাস্রোত ভক্তদের মধ্যে।
Published By: Arpan DasPosted: 02:22 PM May 18, 2024Updated: 02:22 PM May 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারের মহারণের মুখোমুখি ধোনি-বিরাট (MS Dhoni and Virat Kohli)। আইপিএলের প্লে অফে ওঠার ধুন্ধুমার লড়াইয়ে নামবে সিএসকে (Chennai Super Kings) আর আরসিবি (Royal Challengers Bengaluru)। হাইভোল্টেজ সেই ম্যাচের আগে অন্য আশঙ্কাও ভাবাচ্ছে ক্রিকেটভক্তদের। এই মরশুমেই কি শেষবার বাইশ গজের যুদ্ধে দেখা যাবে ধোনিকে? খোদ বিরাট কোহলি উসকে দিলেন সেই জল্পনা।

Advertisement

চলতি আইপিএলের (IPL 2024) শুরু থেকেই গুঞ্জন ছিল, মরশুম শেষে সরে যেতে পারেন ধোনি। চোট-আঘাত প্রথম থেকেই তাঁকে সমস্যায় ফেলেছে। ব্যাট করার সময়ও ভুগিয়েছে হাঁটুর চোট। অধিনায়কত্ব তুলে দিয়েছেন রুতুরাজের হাতে। ক্রিকেট জীবনের প্রথম লগ্নের মতো লম্বা চুল রাখতে দেখে গুঞ্জন আরও শক্তিশালী হচ্ছে। জটিল অঙ্ক সত্ত্বেও বেঙ্গালুরুর কাছে হেরে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে রুতুরাজের দলের। আবার জিততে না পারলে বিদায় নেবেন বিরাটরা।

[আরও পড়ুন: ‘এখন ভারতের বার্সা আর রিয়াল হল মোহনবাগান-মুম্বই’, স্বীকারোক্তি ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাতের]

ফলে আইপিএলে হয়তো শেষবার দ্বৈরথে নামতে পারেন বিরাট আর ধোনি। ভক্তদের সেই জল্পনা উসকে বিরাট বলেন, "মাহি ভাই আর আমি আবার মুখোমুখি, হয়তো শেষবারের জন্য। ভবিষ্যতের কথা কে বলতে পারে? ক্রিকেট সমর্থকদের কাছে এটা একটা বিশেষ মুহূর্ত হয়ে থেকে যাবে। বহু বছর ধরে আমরা একসঙ্গে জাতীয় দলে খেলেছি। অসংখ্য পার্টনারশিপ গড়েছি। সবাই জানি যে, ধোনি কত ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছে।"

[আরও পড়ুন: ‘সব দলে বুমরাহ-রশিদ নেই’, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে রোহিতের পাশে কোহলি]

চলতি আইপিএলেও দারুণ ফর্মে আছেন ধোনি। নিচের দিকে নামলেও ২২৬ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। অন্যদিকে ৬৬১ রান নিয়ে অরেঞ্জ টুপির দৌড়ে শীর্ষে রয়েছেন বিরাট। শনিবারের ম্যাচে কে জিতবে? সত্যিই কি শেষ ম্যাচ ধোনির? বৃষ্টির আশঙ্কা নিয়েও আবেগের বন্যায় ভেসে যাচ্ছেন ভক্তরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবারের মহারণের মুখোমুখি ধোনি-বিরাট। আইপিএলের প্লে অফে ওঠার ধুন্ধুমার লড়াইয়ে নামবে সিএসকে আর আরসিবি।
  • হাইভোল্টেজ সেই ম্যাচের আগে অন্য আশঙ্কাও ভাবাচ্ছে ক্রিকেটভক্তদের।
  • এটাই কি শেষবার বাইশ গজের যুদ্ধে দেখা যাবে ধোনিকে? খোদ বিরাট কোহলি উসকে দিলেন সেই জল্পনা।
Advertisement