shono
Advertisement

রোনাল্ডোর হ্যাটট্রিকে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল

ঝড় উঠতেই তছনছ হয়ে গেল অ্যান্টলার্স৷ সাইক্লোনের নাম অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ The post রোনাল্ডোর হ্যাটট্রিকে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল appeared first on Sangbad Pratidin.
Posted: 03:14 AM Dec 19, 2016Updated: 09:50 PM Dec 18, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন বছরে তিনবার৷ সিআর সেভেনের হ্যাটট্রিকে ফের ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গেল রিয়াল মাদ্রিদ৷ রবিবার জাপানে রিয়ালের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে গিয়েছিল কাশিমা অ্যান্টলার্স৷ কিন্তু প্রতিপক্ষকে একাই শেষ করে দিলেন পর্তুগাজ স্ট্রাইকার৷ ফের একটা হ্যাটট্রিক৷ আর তাতেই ট্রফি নিশ্চিত হয়ে যায় জিদানের দলের৷

Advertisement

রিয়ালের দায়িত্ব নেওয়ার পর থেকে এক বছরের মধ্যে তিনটে ফাইনাল জিতলেন জিদান৷ আর মজার বিষয় হল, তিনটি ফাইনালই দল জিতল অতিরিক্ত সময়ে৷ এদিন ম্যাচের শুরুতেই গোল বেনজেমার৷ জবাবে অ্যান্টলার্সের গাকু সিবাসাকি পরপর দু’টো গোল করেন৷ তবে কোচ জিদান স্বীকার করে নিলেন, বেশ কষ্ট করেই জিততে হয়েছে তাঁদের৷ প্রতিপক্ষকে হয়তো হালকাভাবে নেওয়াতেই দু’টো গোল হজম করতে হয় রিয়ালকে৷ কিন্তু তখনও ইউকোহামার নিসান স্টেডিয়ামে আসল ঝড় ওঠা বাকি ছিল৷ আর সেই ঝড় উঠতেই তছনছ হয়ে গেল অ্যান্টলার্স৷ সাইক্লোনের নাম অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ একটি গোল করলেন পেনাল্টি থেকে৷ আর অতিরিক্ত সময়ে শুরু হল রোনাল্ডোর ‘ডেথ রেস’৷ পিছন থেকে বাড়িয়ে দেওয়া থ্রু পাস ধরে দু’টো নিখুঁত ফিনিশ৷ রিয়াল তারকা ফের বুঝিয়ে দিলেন কেন তিনিই বর্ষসেরা ব্যানল ডি’ওরের যোগ্য মালিক৷

রবিবার সকালেই সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ক্লাব আমেরিকাও অভিযোগ তুলেছিল, ফিফা নাকি রিয়ালকেই ফাইনালে চেয়েছিল৷ তাই রোনাল্ডোর বিতর্কিত গোলকে বৈধ বানিয়ে দিতে তাদের বিন্দুমাত্র সময় লাগেনি৷ তবে এসব ছাপিয়ে, গোটা ইওকোহামা স্টেডিয়ামকেই দেখা গেল রিয়ালের সঙ্গে জয়ের সেলিব্রেশনে মাততে৷

The post রোনাল্ডোর হ্যাটট্রিকে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement