shono
Advertisement

শুধু চিন নয়, আরও অন্তত হাফ ডজন দেশে কাঁপুনি ধরাচ্ছে করোনা, বাড়ছে উদ্বেগ

নতুন করে চোখ রাঙাচ্ছে কোভিড-১৯!
Posted: 05:59 PM Dec 24, 2022Updated: 05:59 PM Dec 24, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ফিরবে আতঙ্কের দিন? সবে অতিমারীর (Pandemic) কবল থেকে মুক্তির হাওয়ার দেখা মিলেছিল, আচমকাই নতুন করে কোভিড (COVID-19) কাঁটায় বিদ্ধ পৃথিবী। জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, আমেরিকা এবং অবশ্যই চিন- হু হু করে বাড়ছে সংক্রমণ। স্বাভাবিক ভাবেই ভারতেও শুরু হয়ে গিয়েছে সতর্কতা। আর তারপরই প্রশ্ন উঠেছে? তাহলে কি এদেশেও করোনার নতুন ঢেউ হানা দিতে চলেছে?

Advertisement

ঠিক কী পরিস্থিতি এই মুহূর্তে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ দিনে আমেরিকায় ৫ লক্ষের বেশি আক্রান্ত হয়েছেন করোনায়। ফ্রান্সে সেটা ৩ লক্ষ ২৭ হাজারেরও বেশি, জার্মানিতে ২ লক্ষ ১৫ হাজারেরও বেশি, ব্রাজিলে ২ লক্ষ ৯৩ হাজারেরও বেশি, দক্ষিণ কোরিয়ায় ৪ লক্ষ ৭১ হাজারেরও বেশি। জাপানে সংখ্যাটা ৯ লক্ষ ৪৩ হাজারেরও বেশি। সব মিলিয়ে সংখ্যাটা ৩৫ লক্ষেরও বেশি।

[আরও পড়ুন: শীতের রাতে উদ্ধার পরিত্যক্ত শিশু, বুকের দুধ খাইয়ে সুস্থ করলেন পুলিশ কর্তার স্ত্রী]

ব্রিটেন, রাশিয়া, আর্জেন্টিনায় এখনও দৈনিক সংক্রমণ ১ লক্ষ না ছুঁলেও গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী, তাতে সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে চিন থেকেই নতুন সংক্রমণ ছড়ালেও ‘হু’ জানাচ্ছে সেখানেএক সপ্তাহে দেড় লক্ষ আক্রান্ত। অভিযোগ, জিনপিং প্রশাসন নাকি আসল সংখ্যাটা একেবারেই সামনে আসতে দিচ্ছে না। গুঞ্জন, চিনে নাকি কোটি কোটি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। হু হু করে বাড়ছে সংক্রমণ।

ভারতে সেই তুলনায় সংক্রমণ একেবারেই নগণ্য। গত ৭ দিনে আক্রান্ত ১ হাজার ৬৯ জন। ফলে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই জানানো হচ্ছে। তবে সেই সঙ্গে কেন্দ্রের সতর্কবার্তা, রাজ্যগুলি যেন নিয়মিত সংক্রমণের দিকটি পর্যবেক্ষণে রাখে। মাস্ক পরা বাধ্যতামূলক না হলেও জনবহুল স্থানে পরার পরামর্শ দেওয়া হচ্ছে। মেন চলতে বলা হচ্ছে সামাজিক দূরত্বও।

[আরও পড়ুন: দিল্লিতে ভারত জোড়ো যাত্রায় শামিল সোনিয়া গান্ধীও, রাহুলকে শিবমূর্তি উপহার মুসলিম মহিলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement