সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল মানেই টাকার খেলা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে তাই ক্রোড়পতি লিগ সম্বোধনও করা হয়। তবে শুধুই আইপিএল নয়, জাতীয় দলের জার্সিতে খেলেও এবার মোটা অঙ্কের অর্থ পাবেন ক্রিকেটাররা। কারণ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড অঙ্কের পুরস্কার অর্থ ঘোষণা করল আইসিসি।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে সোমবার প্রকাশ্যে আনা হল পুরস্কার মূল্য়ের তালিকা। যেখানে দেখা যাচ্ছে, এবারের কুড়ি-বিশের বিশ্বকাপের পুরস্কারের জন্য ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হবে। ভারতীয় মুদ্রায় যা ৯৩ কোটি ৫০ লক্ষেরও বেশি। এর মধ্যে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে অন্তত ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ আনুমানিক ২ কোটি ৩৫ লক্ষ টাকা। এই টুর্নামেন্টের ইতিহাসে এটাই সর্বোচ্চ অর্থমূল্য। রানার্স আপ দল পাবে ১.২৮ মিলিয়ন ডলার। আনুমানিক ১ কোটি ৬৪ লক্ষ টাকা।
[আরও পড়ুন: ফলপ্রকাশের পরেই ইন্ডিয়া ছেড়ে এনডিএতে উদ্ধব? মহারাষ্ট্রে নয়া জল্পনা]
এছাড়া সেমিফাইনালে পরাস্ত প্রতিটি দল বাড়ি নিয়ে যাবে প্রায় ৬ কোটি ৫৫ লক্ষ টাকা। টুর্নামেন্টের দ্বিতীয় স্থানে ওঠা দলগুলিকে পুরস্কার অর্থ হিসেবে দেওয়া হবে প্রায় ৩ কোটি ১৮ লক্ষ টাকা। আর নবম থেকে দ্বাদশ স্থানে শেষ করবে যে দলগুলি, তাদের প্রত্যেকে পেয়ে যাবে আনুমানিক ২ কোটি ৫ লক্ষ টাকা।
এবারের কুড়ি-বিশের বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েছে ২০টি দল। ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ২৮ দিন ধরে চলবে বিশ্বকাপ। যদিও প্রথম দুই ম্যাচে মার্কিন মুলুকের স্টেডিয়ামকে বেশ উদাসীনই দেখিয়েছে। সেভাবে মাঠমুখী হননি সমর্থকরা। বিশ্বকাপ শুরুর আগে থেকেই জঙ্গি হামলার আতঙ্ক ছড়িয়েছে আমেরিকায়। সেটাও দর্শক কম হওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে আয়োজকদের আশা, টুর্নামেন্ট গড়ালেই আগ্রহ বাড়বে মানুষের।