shono
Advertisement

অ্যাম্বুল্যান্স চালকের দরাদরি, মৃত শিশুকে নিয়ে রাস্তায় রাত কাটালেন মা

উত্তরপ্রদেশের এই ঘটনা আবারও মনে করিয়ে দিল ওড়িশার কালাহান্ডির কথা৷ The post অ্যাম্বুল্যান্স চালকের দরাদরি, মৃত শিশুকে নিয়ে রাস্তায় রাত কাটালেন মা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:31 PM Sep 05, 2016Updated: 04:01 PM Sep 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিরাট হাসপাতালেই মৃত্যু হয়েছিল মেয়ের৷ কিন্তু মেয়ের দেহ নিয়ে একা বাড়ি ফিরবেন কেমন করে মা? বাড়ি তো সেই ৫০ কিলোমিটার দূর৷ সন্তানহারা ইমরানা তাই সরকারের দ্বারস্থ হয়েছিলেন৷ ১০৮ নম্বরে ডায়াল করে এমার্জেন্সি অ্যাম্বুল্যান্স ডেকেছিলেন৷ যদি দয়া করে ঘর অবধি পৌঁছে দেন অ্যাম্বুল্যান্স চালক৷ কিন্তু সরকারের নিয়োগ করা অ্যাম্বুল্যান্স আসলেও, ইমরানার সমস্যা যেন এতটুকুও কমল না৷ অ্যাম্বুল্যান্স চালক সাফ জানিয়ে দিলেন, তাঁদের বাড়ি পৌঁছে দিতে লাগবে ১৫০০ টাকা৷ তবেই ইমরানা ও তাঁর মৃত সন্তানকে গ্রামে পৌঁছে দেবেন৷ কিন্তু এত টাকা ছিল না ইমরানার৷ তাই সেই রাতে আর ঘরে ফেরা হল না মৃত মেয়েকে নিয়ে৷

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মিরাট হাসপাতালের বাইরে দু’বছরের মৃত সন্তানকে নিয়ে রাত কাটালেন মা৷ পরদিন সকালে বেসরকারি অ্যাম্বুল্যান্স জোগাড় করে মৃত মেয়েকে নিয়ে গ্রামে ফিরলেন তিনি৷

উত্তরপ্রদেশের এই ঘটনা আবারও মনে করিয়ে দিল ওড়িশার কালাহান্ডির কথা৷ উত্তরপ্রদেশের ইমরানার মতো ওড়িশার দানা মাঝিও মৃত স্ত্রী’কে নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুল্যান্স পাননি৷ স্ত্রী’র দেহ তাই কাঁধে নিয়ে হেঁটে গিয়েছিলেন প্রায় ১০ কিলোমিটার৷ এই ঘটনার পর সারা দেশ উত্তাল হয়ে উঠলেও অবস্থার যে বিশেষ কোনও পরিবর্তন হয়নি তা বুঝিয়ে দিল উত্তরপ্রদেশের এই ঘটনা৷

The post অ্যাম্বুল্যান্স চালকের দরাদরি, মৃত শিশুকে নিয়ে রাস্তায় রাত কাটালেন মা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement