shono
Advertisement
Swiggy Delivery Agent

পুরুষাঙ্গ মুখে নেওয়ার আবদার! ডেলিভারি বয়ের 'মুখমেহনে'র প্রস্তাবে হতবাক যুবক

ইতিমধ্যে ডেলিভারি বয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ডেলিভারি সংস্থা।
Published By: Paramita PaulPosted: 08:05 PM Feb 25, 2025Updated: 08:05 PM Feb 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্সেল নিতে এসেছিল ডেলিভারি বয়। মুখোমুখিও হয়েছিল ক্লায়েন্ট ও ডেলিভারি বয়। কিন্তু তারপরই বিপত্তি। অদ্ভুত আবদার করে বসল পার্সেল নিতে আসা ডেলিভারি বয়। বলে উঠল, মুখমেহন করতে চায় সে। ডেলিভারি নিতে আসা তরুণের মুখে এমন বিচিত্র আবদার শুনে রীতিমতো বিস্মিত ওই যুবক। বেঙ্গালুরুর এই ঘটনায় তোলপাড় নেটপাড়া। ইতিমধ্যে ডেলিভারি বয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ডেলিভারি সংস্থা।

Advertisement

ওই তরুণ জানিয়েছেন, তিনি এক বন্ধুর বাড়িতে ছিলেন। সেই সময় তাঁর ফ্ল্যাটমেট চাবি চেয়ে পাঠায়। সুইগি 'জিনি'র মাধ্যমে চাবি পাঠানোর ব্যবস্থা করেন ওই তরুণ। সময়মতো পৌঁছেও গিয়েছিল ডেলিভারি পার্টনার। চাবি হাতে দাঁড়িয়েছিলেন ক্লায়েন্ট যুবক। বেঙ্গালুরুর ওই যুবকের কথায়, "চাবিটা ডেলিভারি হয়ের হাতে দিয়ে দেওয়ার পর ছেলেটি ওটিপি চায়। আমি মোবাইল থেকে ওটিপি দিচ্ছিলাম। কিন্তু সে ঠায় দাঁড়িয়েছিল কয়েক সেকেন্ড। আচমকাই বলে ওঠে, 'আমি আপনার পুরুষাঙ্গ মুখে ... পারি?' ডেলিভারি বয়ের মুখে ওই কথা শুনে কয়েক সেকেন্ড থমকে যাই।" পার্সল ফিরিয়ে নিয়ে কার্যত ছুটে বন্ধু ফ্ল্যাটে ফিরে আসেন ওই যুবক।

সোশাল মিডিয়া গোটা বিষয়টি জানিয়ে ওই যুবক লেখেন, 'ডেলিভারি বয়ের মুখে একথা শুনে কোনওভাবেই নিজেকে নিরাপদ মনে করতে পারছি না।' প্রথমে অভিযোগ জানানো হলেও ডেলিভারি সংস্থা সুইগি ব্যবস্থা নিতে চায়নি। জানায়, 'জিনি' সার্ভিসের জন্য তারা অনলাইন ক্যাব সংস্থা 'র‌্যাপিডো'র সঙ্গে চুক্তিবদ্ধ। ওই ডেলিভারি বয় আদপে 'র‌্যাপিডো'র কর্মচারী। পরে অবশ্য সোশাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় সুইগি। দুই সংস্থা থেকেই ওই ডেলিভারি বয়-কে 'কালো তালিকাভুক্ত' করা হয়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পার্সেল নিতে এসেছিল ডেলিভারি বয়।
  • মুখোমুখিও হয়েছিল ক্লায়েন্ট ও ডেলিভারি বয়।
  • তারপরই বিপত্তি।
Advertisement