shono
Advertisement
Relationship Tips

নীলছবি দেখে যৌনতায় মাতার ইচ্ছা! সম্পর্কে সর্বনাশ ডেকে আনছেন না তো?

বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস মোটেও স্বাভাবিক নয়।
Published By: Sayani SenPosted: 11:26 PM Apr 16, 2025Updated: 11:26 PM Apr 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই বিছানায় শুয়ে নীলছবি দেখা যুগলের সংখ্যা কম নয়। আর তা দেখতে দেখতে যৌন উত্তেজনায় টইটুম্বুর হয়ে ওঠে গোটা শরীর। যেন বিদ্যুতের ঝলকানির মতো সারা শরীরে শিহরণ। সেই সময় সঙ্গিনীকে কাছে টেনে উদ্দাম যৌনতা। কিন্তু তা দীর্ঘস্থায়ী হল না। কয়েক মিনিটের মধ্যে সব শেষ। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস মোটেও স্বাভাবিক নয়। দীর্ঘদিন ধরে এই সমস্যার জেরে সম্পর্কেও তার প্রভাব পড়তে পারে।

Advertisement

বহু যুগলের উপর সমীক্ষা করে আমেরিকার এক সংস্থা। তাদের দাবি, নীলছবি দেখে শরীরে যৌন শিহরণ খেলে যায় এমন মানুষের সংখ্যা কম নয়। তবে এভাবে যাঁরা অভ্যস্ত তাঁদের যৌন জীবন নাকি ততটা রোমাঞ্চকর নয়। কারণ, নীলছবি দেখে অল্প সময়ের জন্য় শরীরে শিহরণ তৈরি হয়। আবার উলটো দিকের যৌনসঙ্গী সেভাবে সুখ পাওয়ার আগে আরেকজনের চাহিদা মিটে যায়। তাই যৌনজীবন সেভাবে উপভোগ করা যায় না। দীর্ঘদিন এই অভ্যাসের ফলে শীঘ্রপতনের মতো সমস্যা দেখা দিতে পারে।

আবার ধরুন, নীলছবি দেখে একজন হয়তো শরীরী চাহিদা না মিটিয়ে থাকতে পারছেন না। কিন্তু উলটোদিকের মানুষর সেই সময় যৌনতার কোনও ইচ্ছা নেই। বেশি জোরাজুরি করলে সঙ্গীর সঙ্গে এক বিছানায় শরীরী খেলা হয়তো হবে। তবে মানসিক দূরত্ব যে এক লহমায় অনেকটা বাড়বে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই বিশেষজ্ঞদের মতে, নীলছবি দেখে যৌনতায় মেতে ওঠার অভ্যাস আজই ছেড়ে দিন। তার চেয়ে ফোরপ্লে-র উপর জোর দিন। সঙ্গিনীর স্তন স্পর্শ করুন। হাত রাখুন যৌনাঙ্গে। প্রেমের বুলি আওড়ান। তাহলেই দেখবেন ধীরে ধীরে দু'জনের শরীরই যৌনতায় সাড়া দিতে শুরু করবে। বিছানায় হয়ে উঠবেন একে অপরের পরিপূরক। মিটবে দু'জনের শরীরী চাহিদা। আর তাতেই আরও রঙিন হয়ে উঠবে সম্পর্ক। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নীলছবি দেখে যৌনতায় মাতার ইচ্ছা!
  • বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস মোটেও স্বাভাবিক নয়।
  • দীর্ঘদিন ধরে এই সমস্যার জেরে সম্পর্কেও তার প্রভাব পড়তে পারে।
Advertisement