সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেটিং অ্যাপে টুক করে আলাপ। ঝটপট দেখা করার প্ল্যান। কফি খাওয়া তো অজুহাত মাত্র। মনে যদি অন্যকোনও দুষ্টু প্ল্যান থাকে, তাহলে অত ভাববেন না। বরং তৈরি থাকুন, নিজেকে তৈরি করুন। কারণ, প্রথম দেখায় দুরন্ত সঙ্গমের ব্যাপারটা কিন্তু বেশ রোমাঞ্চকর। তা ভাবছেন কী কী করবেন?
১) কথায় আছে ফাস্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। তাই প্রথম দেখাতেই ছক্কা মারুন। পোশাক বাছাই করার ক্ষেত্রে প্রথমেই মাথায় রাখুন, যাঁর সঙ্গে দেখা করছেন তাঁর পছন্দের কথা। ডেটিং অ্যাপে চ্যাট করার সময়ই চালাকি করে পছন্দ, অপছন্দের কথা জেনে নিন। সেই অনুযায়ীই পোশাক পরুন। তবে এ ব্য়াপারে ক্যাজুলায় পোশাককেই মান্যতা দিন। আর হ্যাঁ, অন্তর্বাস বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু উজ্জ্বল রং বেছে নিন। কেননা, খেলা শুরুর সময় তো প্রথম চোখ সেখানেই যাবে।
২) সুগন্ধী কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ! কেননা, বেশি কাছে আসলে প্রথমেই নাকে আসবে শরীরের গন্ধ। তাই ডেটে যাওয়ার আগে অবশ্যই লিক্য়ুইড সোপ দিয়ে স্নান করুন। পরিষ্কার করুন আপনার শরীরের গোপন অংশগুলো। আর হ্যাঁ, ভালো বডি স্প্রে বা পারফিউম ব্যবহার করতে ভুলবেন না।
৩) কেউ কেউ যৌনকেশ পছন্দ করেন। কেউ আবার পছন্দ করেন না। তবে রিস্ক নিয়ে লাভ নেই। বরং, ডেটে যাওয়ার আগে অবশ্যই ছেঁটে ফেলুন কিংবা হেয়ার রিমুভ করে নিন। নাহলে সঙ্গমের সময় সমস্যা হতে পারে।
৪) চুমু দিয়ে অবশ্যই শুরু হবে যৌনতা। তাই মাউথ ফ্রেশনার অবশ্যই ব্যবহার করুন। কারণ, এই চুমুতেই মাপা হবে আপনার প্রেম ও উত্তেজনার গভীরতা।
৫) প্রথমে নারীর নগ্ন শরীরের উপর ঝাঁপিয়ে পড়বেন না। বরং আলতো করে কাছে ডাকুন সঙ্গীকে। কানের পাশে আস্তে করে বলুন আদুরে কথা। আর হাতের আঙুল খেলা করুক নারীর শরীরের নানা জায়গায়। শুরুটা হোক নারীর গলা থেকে স্তন ও নাভিতে।
৬) অনেকেই মনে করেন নারীর যৌনাঙ্গে, দ্রুত আঙুলের ছোঁয়াতেই সিক্ত হয় ভ্য়াজাইনা। যৌন বিশেষজ্ঞরা বলছেন, এটা একেবারেই নয়। বরং আলতো করে যৌনাঙ্গে আঙুল বোলাতে থাকুন। দেখবেন সঙ্গীর শরীরে কারেন্ট বয়ে যাবে।
৭) বেশিরভাগ পুরুষই মানিব্যাগের এক ফাঁকে কন্ডোম রেখে দেন। সেখানে কন্ডোম রাখলে, তা বসার সময় ঘষা লেগে ফুটো হয়ে যেতে পারে। গরমে তাপমাত্রায় হারাতে পারে কন্ডোমের কার্যকারিতাও। একই অবস্থা হতে পারে আলমারিতে জিনিসপত্রের নীচে কন্ডোম লুকিয়ে রাখলেও৷ অতিরিক্ত তাপে ও চাপে বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় কন্ডোম ৷ তাই ব্যাগের কোণাতে রাখা কন্ডোমও নিরাপদ নয় ৷ ব্যাগের মধ্যেকার বাকি জিনিসের খোঁচায় ফুটো হয়ে যেতে পারে কন্ডোম ৷