shono
Advertisement
India

পোড়া কয়লার দূষণ এড়িয়ে বিরাট সাফল্য, বিকল্প বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে তৃতীয় ভারত

জার্মানিকে টপকে বিশ্বের তৃতীয় শক্তিশালী 'জেনারেটর' ভারত।
Published By: Amit Kumar DasPosted: 11:20 AM Apr 08, 2025Updated: 09:43 PM Apr 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোড়া কয়লার দূষণ এড়িয়ে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনে অসামান্য কৃতিত্ব ভারতের। জার্মানিকে পিছনে ফেলে বিকল্প বিদ্যুৎ উৎপাদনে ভারত হয়ে উঠল বিশ্বের তৃতীয় শক্তিশালী জেনারেটর। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে গ্লোবাল এনার্জি থিঙ্ক ট্যাঙ্ক এম্বারের গ্লোবাল ইলেকট্রিসিটি রিভিউ রিপোর্টের ষষ্ঠ সংস্করণ। যেখানে জানানো হয়েছে, ২০২৪ সালে সৌর ও বায়ু শক্তিকে ব্যবহার করে ভারতের উৎপাদিত বিকল্প বিদ্যুৎ গোটা বিশ্বের মোট উৎপাদনের ১০ শতাংশ।

Advertisement

প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, কার্বন নিঃসরণ কমাতে ২০২৪ সালে বিশ্বের উৎপাদিত মোট বিদ্যুতের ৪০.৯ শতাংশ এসেছে পরিবেশবান্ধব বিদ্যুৎ ও পারমাণবিক জ্বালানি ব্যবহার করে। ১৯৪০ সালের পর এই প্রথম কার্বনমুক্ত এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে বিশ্বে। কার্বন নিঃসরণ কমিয়ে ২০২৪ সালে গোটা বিশ্বের মোট উৎপাদিত বিদ্যুতের ২২ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করেছে ভারত। এর মধ্যে জলবিদ্যুৎ ৮ শতাংশ। ১০ শতাংশ এসেছে বায়ু ও সৌরশক্তির মাধ্যমে। রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে প্রতিঘন্টায় ৮৫৮ টেরাওয়াট পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। ২০২২ সালের তুলনায় যা ৮৯ শতাংশ বেশি।

রিপোর্টে আরও দাবি করা হয়েছে ২০২৪ সালে ভারত ২৪ জিগাওয়াট সোউরবিদ্যুৎ উৎপাদন করেছে। যা ২০২৩ সালের প্রায় দ্বিগুণ। এই সাফল্যের জেরেই জার্মানিকে ছাপিয়ে আমেরিকা ও চিনের পর তৃতীয় বৃহত্তম পরিবেশবান্ধব জেনারেটর হয়ে উঠেছে দেশ। মঙ্গলবার বিকল্প বিদ্যুৎ উৎপাদনকারী ৮৮টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। যারা বিশ্বব্যপী উৎপাদিত বিদ্যুতের ৯৩ শতাংশ উৎপাদন করেছে। পাশাপাশি বিকল্প বিদ্যুৎ নিয়ে কাজ শুরু করেছে বিশ্বের ২১৫টি দেশ। তবে এই তালিকায় ভারতের কৃতিত্ব নজরকাড়া। দাবি করা হচ্ছে, বিশ্বের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে আগামী বিকল্প বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পোড়া কয়লার দূষণ এড়িয়ে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনে অসামান্য কৃতিত্ব ভারতের।
  • জার্মানিকে পিছনে ফেলে বিকল্প বিদ্যুৎ উৎপাদনে ভারত হয়ে উঠল বিশ্বের তৃতীয় শক্তিশালী জেনারেটর।
  • ভারতের উৎপাদিত বিকল্প বিদ্যুৎ গোটা বিশ্বের মোট উৎপাদনের ১০ শতাংশ।
Advertisement