shono
Advertisement

Breaking News

স্মরণে অঞ্জন মিত্র, প্রাক্তন মোহন সচিবের জন্মদিনে উপস্থিত ‘মোহনবাগান রত্ন’রা

বিকালে অঞ্জন মিত্র নামাঙ্কিত মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন আইএম বিজয়ন।
Posted: 04:54 PM Jul 20, 2023Updated: 08:11 PM Jul 20, 2023

প্রসূন বিশ্বাস: কলকাতা ময়দান এখনও ভোলেনি মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে। আজ বেঁচে থাকলে তিনি ৭৬ বছরে পা রাখতেন।

Advertisement

বৃহস্পতিবার সকালে তাই একটু অন্যরকম ভাবেই দিন শুরু হয়েছিল ময়দানে। দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য অলবেঙ্গল স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘অঞ্জনে অঞ্জলি’। ১২২ জন রক্তদান করেন অনুষ্ঠানে। রক্তদাতাদের হাতে সুব্রত ভট্টাচার্যর সই করা সার্টিফিকেট দেওয়া হয়।

[আরও পড়ুন: বিশ্বকাপের প্রোমোয় ‘স্বপ্ন দেখালেন’ শাহরুখ, হাজির শুভমান-সহ একঝাঁক তারকা]

 

প্রাক্তন মোহনবাগান সচিবের জন্মদিন উপলক্ষে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে এদিন বসেছিল তারাদের মেলা। কে ছিলেন না সেই অনুষ্ঠানে। সুব্রত ভট্টাচার্য, গৌতম সরকার, বিশ্বজিৎ ভট্টাচার্য, অলোক মুখোপাধ্যায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, মিহির বসু, শিলটন পাল-সহ ময়দানের এক ঝাঁক তারকা ফুটবলার। তাঁদের আলোচনায় উঠে এলেন অঞ্জন মিত্র। 

উপস্থিত ছিলেন প্রাক্তন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস, মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়, আইএফএ সচিব অনির্বাণ দত্ত-সহ একাধিক ফুটবল প্রশাসক। উপস্থিত ছিল একাধিক মোহনবাগান ফ্যানস ক্লাব। ছিলেন সাধারণ ফুটবল প্রেমীরাও।

সৃঞ্জয় বোস বলেন, “অঞ্জনদার জন্মদিন ক্লাব থেকে আমরা আগেই শুরু করেছিলাম। যখন বেঁচেছিলেন তখন দূর্গাপুরে করতাম। তারপরও করেছি। এখানে একটা ছাতার তলায় একাধিক ফ্যান ক্লাব যুক্ত হয়েছে। আগামিদিনে আরও ফ্যান ক্লাব আসতে পারে। আজকের এটা একটা ছোট চেষ্টা। কারও সঙ্গে তুলনা নেই।”

উল্লেখ্য, মোহনবাগান রত্ন আগেই পেয়েছেন সুব্রত ভট্টাচার্য। এবারের মোহনবাগান দিবসে ‘মোহনবাগান রত্ন’ দেওয়া হবে ‘মাঝমাঠের বেকেনবাওয়ার’ গৌতম সরকারকে। গৌতম বললেন, “খেলা ভালবেসে যোগ্যতার সঙ্গে ক্লাব পরিচালনা করেছেন অঞ্জন মিত্র। আজ ওর জন্মদিন স্মরণ করার মতোই।” 

সুব্রত ভট্টাচার্য বললেন, “শুভ উদ্যোগ। এমন চেষ্টা, এমন পরিশ্রম মানুষের জন্যই করা। এর চেয়ে বড় কাজ আর কী আছে। গড়ের মাঠে এমন উদ্যোগ খুব কমই নেওয়া হয়েছে। অঞ্জন মিত্র শান্ত স্বভাবের মানুষ ছিলেন। প্রথা অনুযায়ী ক্লাব পরিচালনা করেছেন। ওঁর চলে যাওয়া আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। ক্লাব আজ যে জায়গায় পৌঁছেছে, তার পিছনে অঞ্জনদার অবদান রয়েছে।”

এদিন বিকালেই অঞ্জন স্মরণে বিশেষ অনুষ্ঠান করা হয় ক্লাবে। অঞ্জন মিত্র নামাঙ্কিত মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন আইএম বিজয়ন। একসময় বাগানের প্রয়াত সচিব জানিয়েছিলেন, তাঁর দেখা অন্যতম সেরা ফুটবলার বিজয়ন। তাই এদিন তাঁকে দিয়েই মিডিয়া সেন্টারের উদ্বোধন করানো হয়।

[আরও পড়ুন: সংসদে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা মোদির, কী কথা হল?]

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement