shono
Advertisement

Breaking News

বাতিল নোটের পুরোটা নতুন হবে না: অরুণ জেটলি

ব্যাঙ্কে জমা দেওয়া আপনার পুরনো নোটের ভবিষ্যত তাহলে কী? The post বাতিল নোটের পুরোটা নতুন হবে না: অরুণ জেটলি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:19 PM Dec 18, 2016Updated: 08:49 AM Dec 18, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যা বাতিল হয়েছে, তার পুরোটাই আর নতুন চেহারায় বাজারে ফিরে আসবে না৷ শনিবার এই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷
গত ৮ নভেম্বর আচমকা ঘোষণায় পাঁচশো, হাজার টাকার সমস্ত নোট বাতিল বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভারতীয় অর্থনীতির প্রায় ৮৬ শতাংশ বা ১৫ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা মূল্যের ওই পুরনো নোট বাজার থেকে তুলে নেওয়া হয়৷ অর্থমন্ত্রীর ইঙ্গিত থেকে স্পষ্ট, সমমূল্যের নতুন পাঁচশো ও দু’হাজার টাকার নোট বাজারে ফেরত আসবে না৷ ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের স্বার্থে কেন্দ্র সচেতনভাবেই এই সিদ্ধান্ত নিতে চলেছে৷ বাজারে নগদ জোগান কিছুটা কম রাখতে চাইছে তারা৷ সরকারি সূত্রের খবর, গত ৮ নভেম্বর মোদি যখন নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন, তখন বাজারে পুরনো পাঁচশো টাকার ১ কোটি ৭১ লক্ষ ৬৫ হাজার নোট চালু ছিল৷ আর হাজার টাকার নোট চালু ছিল ৬৮ লক্ষ ৫৮ হাজার৷ কিন্তু সেই পরিমাণ নোট বাজারে ফেরার কোনও সম্ভাবনা নেই৷
নতুন নোট দিয়ে বাজারে পুরনো নোটের অভাব মিটতে কতদিন লাগবে? সরাসরি প্রশ্নের জবাব না দিয়ে জেটলি বলেছেন, “রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও ডাকঘরের মাধ্যমে এই সমস্যা শীঘ্রই মিটিয়ে ফেলবে রিজার্ভ ব্যাঙ্ক৷ তখন দেশের মানুষের গত ৭০ বছরের অভ্যাসটাও অনেকটাই বদলে যাবে৷” অর্থমন্ত্রীর দাবি, সাধারণ মানুষ যদি এই সাময়িক কষ্ট সহ্য করেন, দীর্ঘমেয়াদে নোট বাতিলের সুফল তাঁরা পাবেন৷

Advertisement

The post বাতিল নোটের পুরোটা নতুন হবে না: অরুণ জেটলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement