shono
Advertisement

মুঘলসরাই, এলাহাবাদের পর এবার ফৈজাবাদের নাম বদলের প্রস্তাব বিশ্ব হিন্দু পরিষদের

কেন এই প্রস্তাব? The post মুঘলসরাই, এলাহাবাদের পর এবার ফৈজাবাদের নাম বদলের প্রস্তাব বিশ্ব হিন্দু পরিষদের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:17 PM Oct 19, 2018Updated: 09:17 PM Oct 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুঘলসরাই, এলাহাবাদের মতো ঐতিহ্যশালী শহরে নাম বদলের তালিকায় এবার যুক্ত হতে চলেছে ফৈজাবাদ৷ ফের যোগীর রাজ্যের প্রাচীন শহরের নাম বদলের জোরালো দাবি উঠতে শুরু করেছে৷ ঐতিহ্যশালী ফৈজাবাদের নাম পরিবর্তন করে শ্রী অযোধ্যা করার দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ৷

Advertisement

[বাংলা ভাষায় বিজয়ার শুভেচ্ছা রাষ্ট্রপতির, সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর]

সংবাদসংস্থা সূত্রে খবর, ফৈজাবাদের নাম পরিবর্তন সংক্রান্ত বিশ্ব হিন্দু পরিষদের দাবি পর্যালোচনার কাজও শুরু হয়ে গিয়েছে৷ বিশ্ব হিন্দু পরিষদের এই দাবিকে কেন্দ্র করে ভারত সংস্কৃতির পীঠস্থান অযোধ্যায় বেশ চাঞ্চল্য ফেলে দিয়েছে৷ শহরের নাম বদল প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা সদস্য পুরুষোত্তম নারায়ণ সিং বলেন, ‘‘বিভিন্ন সময় দেশে বহিরাগতরা হামলা চালিয়েছে৷ রাজত্ব করেছে৷ আক্রমণকারীদের দ্বারা পরিবর্তিত হয়েছে একাধিক শহর৷ সরকারের উচিত সেই শহরগুলির প্রাচীন নাম পুনরুদ্ধার করা৷’’

[চিনে ধস, বন্যার সতর্কতা জারি অরুণাচলে]

ভারতীয় সংস্কৃতিতে কী অবদান রয়েছে ফৈজাবাদের? রামায়ণে অযোধ্যা, ফৈজাবাদ, বিথুর, জৈনপুর, বারাণসী, প্রতাপগড় ও বাস্তি-সহ একাধিক বার উল্লেখ রয়েছে৷ সংস্কৃতির পীঠস্থান বলে বলেও এই এলাকাগুলি পর্যটক ও হিন্দু ধর্মের প্রধান তীর্থক্ষেত্র বলে পরিচিতি রয়েছে? ভাটকুন্ড ও সরযূ নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রাচীন ভারতের ঐতিহ্য এখনও বহমান৷ কিন্তু, ঐতিহ্য ধরে রাখলেও ‘নামে’ই যত আপত্তি বিশ্ব হিন্দু পরিষদের৷

[ফের গুলির লড়াই কাশ্মীরে, এনকাউন্টারে খতম ৩ জেহাদি]

যদিও, এর আগে ক্ষমতায় আসার পরপরই উত্তরপ্রদেশে একের পর এক শহরের নাম পরিবর্তন করে বিপ্লব ঘটিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ মোগলসরাই রেল স্টেশন-সহ নাম বদলাচ্ছে উত্তরপ্রদেশের তিন বিমানবন্দরের৷ সরকারিভাবে মোগলসরাইয়ের নাম বদলে রাখা হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেল স্টেশন৷ মোগলসরাইয়ের পর এলাহাবাদের মতো ঐতিহ্যশালী শহরের নাম বদলের তোরজোড় শুরু হয়েছে৷ ২০১৯-এর আগে নাম বদলের ধারা অব্যাহত রাখছে বিজেপি সরকার। ২০১৯ কুম্ভমেলার আগেই নাম বদলাতে চলেছে এই ঐতিহ্যমণ্ডিত শহরটির। নতুন নাম হবে প্রয়াগরাজ। কুম্ভমেলার প্রস্তুতির পরিদর্শনের পর বিবৃতি দিতে গিয়ে একথা ঘোষণা করেছেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷

The post মুঘলসরাই, এলাহাবাদের পর এবার ফৈজাবাদের নাম বদলের প্রস্তাব বিশ্ব হিন্দু পরিষদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement