সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে চলে গিয়েছে ভারত। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দেশের ক্রিকেটভক্তরা। কিন্তু মাস দুয়েক আগেও পরিস্থিতি এরকম ছিল না। অজি সফরে হারার পর প্রশ্নের মুখে পড়েছিল লাল বলে বিরাট-রোহিতদের পারফরম্যান্স। সেই দুর্দশা ঘোচাতে আইপিএলের মাঝেই নয়া পরিকল্পনার পথে হাঁটতে পারে বিসিসিআই।

২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। কুড়ি-কুড়ির যুদ্ধে টেস্ট ক্রিকেটের ভাবনাচিন্তা কিছুটা ফিকে থাকবে সমর্থকদের মধ্যে। কিন্তু বিসিসিআই সেরকম ভাবছে না। বরং সেই সময়টাও রোহিত-বিরাটরা লাল বলের প্রস্তুতি নিক। এমনটাই চাইছে বোর্ড। সূত্রের খবর, আইপিএলের মাঝেও লাল বলের অনুশীলন করতে বলা হবে ক্রিকেটারদের। সেই সঙ্গে নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারকে বিশেষ ধরনের অনুশীলন করানো হবে।
তবে সবই এখনও পরিকল্পনার স্তরে আছে। শোনা যাচ্ছে, দুবাইয়ে বোর্ড কর্তারা এই নিয়ে আলোচনা করেছেন। যেদিন ভারত পাকিস্তানকে হারায়, সেদিনই এই আলোচনা হয়েছে। আসলে শুধু বর্ডার গাভাসকর ট্রফিতে ৩-১ ব্যবধান হার নয়, তার আগে নিউজিল্যান্ডের কাছে চুনকাম হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তাও সেটা ঘরের মাঠে। অস্ট্রেলিয়ায় পেস বোলিং হোক বা ভারতে স্পিন, ব্যাটারদের দুর্বলতা চোখে পড়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ছাড়পত্র পায়নি ভারত। অবশ্য তারপরই জুন মাসে ইংল্যান্ডে টেস্ট সফর আছে। সেখানে যাতে লজ্জার সম্মুখীন না হতে হয়, সেই জন্য সচেষ্ট বিসিসিআই। মাঝে খুব বেশি সময় পাওয়া যাবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ৯ মার্চ। ২২ মার্চ থেকে শুরু আইপিএল। যা শেষ হবে ২৫ মে। আর ২০ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত পাঁচটি টেস্ট ম্যাচ হবে ইংল্যান্ডের মাঠে। তাই আইপিএলের মাঝেই লাল বলের অনুশীলন চাইছে বোর্ড।