shono
Advertisement

‘সময়মতো চিকিৎসা হলে বেঁচে যেতেন তবরেজ’, প্রাথমিক রিপোর্টে দাবি তদন্তকারীদের

পুলিশ এবং চিকিৎসকদের গাফিলতিকেই দায়ী করেছেন তদন্তকারীরা৷ The post ‘সময়মতো চিকিৎসা হলে বেঁচে যেতেন তবরেজ’, প্রাথমিক রিপোর্টে দাবি তদন্তকারীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:42 PM Jul 12, 2019Updated: 03:08 PM Jul 12, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের গাফিলতি এবং চিকিৎসকদের উদাসীনতাতেই মৃত্যু হয়েছে তবরেজ আনসারির, প্রাথমিক তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর এমনই দাবি তদন্তকারীদের৷ মারধরের পর প্রায় চারদিন জেলে বন্দি করে রাখা হয়েছিল তবরজেকে৷ গণপিটুনির পরই তবরেজকে তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই যুবক বেঁচে যেতে পারত বলেও দাবি আধিকারিকদের৷

Advertisement

[ আরও পড়ুন: তুঙ্গে চন্দ্রযান-২ অভিযানের প্রস্তুতি, ঢিল ছুঁড়ে জল মাপার পর এবার চাঁদের মাটিতে পা]

কর্মসূত্রে ভিনরাজ্যেই থাকতেন ঝাড়খণ্ডের বাসিন্দা তবরেজ আনসারি৷ ছুটি কাটাতে বাড়ি ফিরেছিলেন তিনি৷ মাসখানেক আগে বছর চব্বিশের তবরেজ বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে বেড়িয়েছিলেন৷ পথে যে বিপদ ওৎ পেতে বসে আছে, তা ভাবতেও পারেননি তবরেজ বা তাঁর কোনও বন্ধু৷ রাস্তায় বেশ কয়েকজন তাঁকে ঘিরে ধরে৷ শুধুমাত্র সন্দেহের বশে ‘চোর’ বলে তকমা দেওয়া হয় তবরেজকে৷ দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে বেধড়ক মারধর করা হয় তাঁকে৷ ‘জয় শ্রীরাম’ এবং ‘জয় হনুমান’ ধ্বনিও দিতেও বাধ্য করা হয় ওই যুবককে৷

মারধরের জেরে অসুস্থ হয়ে পড়েন তবরেজ৷ রাস্তায় অচৈতন্য হয়ে পড়েন তিনি৷ পুলিশের কাছে খবর পৌঁছনোর আগেই অসুস্থ হয়ে পড়েন তবরেজ৷ দীর্ঘক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তবরেজকে উদ্ধার করে৷ থানায় নিয়ে যাওয়া হয় তাঁকে৷ বন্দি অবস্থায় ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হয়৷ দিন চারেক পর জেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রহৃত যুবককে৷ তবে শেষরক্ষা হয়নি৷ মারা যান তবরেজ আনসারি৷

মারধরের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ সমালোচনায় মুখর হন সকলেই৷ চাপের মুখে ঘটনার তদন্তভার নেয় জেলা প্রশাসন৷ এবার সামনে এসেছে ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট৷ তদন্তকারীদের দাবি, পুলিশ ঘটনাস্থলে আরও আগে পৌঁছলে হয় তো বেঁচে যেতেন তবরেজ৷ চারদিন ধরে জেলে বন্দি অবস্থায় তবরেজকে বিনা চিকিৎসায় ফেলে রাখাও উচিত হয়নি বলেও দাবি তদন্তকারীদের৷ যে অভিযোগ বরাবর করে এসেছেন তবরেজের স্ত্রী শাহিস্তা পারভিন৷ প্রাথমিক তদন্ত রিপোর্ট দেখে চোখে জলে মুছতে মুছতেই তিনি বলেন, ‘‘শুধুমাত্র মুসলমান বলেই আমার স্বামীকে বেধড়ক মারধর করা হয়৷ আমার স্বামী ছাড়া আর কেউ নেই৷ আমি সুবিচার চাই৷’’

[ আরও পড়ুন: অসমে ফুঁসছে ব্রহ্মপুত্র, বন্যায় ভেসে গেল ৭০০টি গ্রাম]

The post ‘সময়মতো চিকিৎসা হলে বেঁচে যেতেন তবরেজ’, প্রাথমিক রিপোর্টে দাবি তদন্তকারীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement