shono
Advertisement

Breaking News

VVS Laxman

বাড়ছে চুক্তির মেয়াদ, 'স্পেশাল' লক্ষণের কাঁধেই ফের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব!

মাঝে শোনা গিয়েছিল, আইপিএলে ফিরতে পারেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
Published By: Arpan DasPosted: 09:08 PM Aug 15, 2024Updated: 09:08 PM Aug 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও আইপিএল দলে নয়, পুরনো পদেই থাকছেন ভিভিএস লক্ষণ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদেই ফের দেখা যাবে তাঁকে। আরও এক বছর চুক্তিবৃদ্ধি হচ্ছে তাঁর। জয় শাহের কথার সূত্রে তেমনটাই খবর জানা যাচ্ছে ক্রিকেটমহলে।

Advertisement

২০২১ সালে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার আগে এই পদে ছিলেন রাহুল দ্রাবিড়। তিনি ভারতীয় দলের কোচ হওয়ার পর সেই শূন্যপদে আসেন লক্ষণ। তখন বিসিসিআই ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে ভারতীয় ক্রিকেটে সৌরভ-দ্রাবিড়-লক্ষণের 'থ্রি মাসকেটিয়ার্স'-কে নতুন রূপে দেখা গিয়েছিল।

[আরও পড়ুন: কেন স্বাধীনতা দিবসেই অবসর নিয়েছিলেন ধোনি ও রায়না? কারণ জানলে শ্রদ্ধা জাগবে]

কিন্তু তার পর অনেকটা সময়ই কেটে গিয়েছে। সৌরভ এখন আর ভারতীয় বোর্ডের দায়িত্বে নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। এর মাঝেই শোনা যাচ্ছিল এনসিএ-র দায়িত্ব ছাড়তে পারেন লক্ষণ। আইপিএলের টিম লখনউ সুপার জায়ান্টের মেন্টর পদে বসতে পারেন তিনি। চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিসিসিআইয়ের সঙ্গে লক্ষণের চুক্তি শেষ হচ্ছে। ফলে সেই জল্পনা আরও বেড়েছিল।

[আরও পড়ুন: আবেদন খারিজেও রুপোর আশা বেঁচে ভিনেশের! কীভাবে পদক পেতে পারেন ভারতীয় কুস্তিগির?]

কিন্তু আপাতত আইপিএলের দলে যাওয়া হচ্ছে না 'ভেরি ভেরি ভেরি স্পেশাল'-এর। আরও এক বছর এনসিএ-র দায়িত্বে থাকবেন তিনি। সেই সঙ্গে সীতাংশু কোটাক, সাইরাজ বাহুতুলে ও হৃষিকেশ কানিতকারও থাকবেন জাতীয় অ্যাকাডেমিতে। ইতিমধ্যে অত্যাধুনিকভাবে সাজানো শুরু হয়েছে এনসিএ। যার কাজ শেষ হতে পারে আগামী বছর। অন্যদিকে শুধু এখানকার পদ নয়, জাতীয় দলের কাজও সামলাতে হয়েছে লক্ষণকে। ভারতের এ দলের কোচিং করান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কোনও আইপিএল দলে নয়, পুরনো পদেই থাকছেন ভিভিএস লক্ষণ।
  • জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদেই ফের দেখা যাবে তাঁকে।
  • আরও এক বছর চুক্তিবৃদ্ধি হচ্ছে তাঁর। জয় শাহের কথার সূত্রে তেমনটাই খবর জানা যাচ্ছে ক্রিকেটমহলে।
Advertisement