সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঞ্চে 'রামায়ণ' যাত্রাপালা চলাকালীন সাংঘাতিক ঘটনা ঘটল। দর্শকের সামনেই শুয়োর মেয়ে তাঁর মাংস ভক্ষণ করার অভিযোগ উঠল অভিনেতার বিরুদ্ধে। ওড়িশার গঞ্জাম জেলার এই খবরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই অভিনেতা গ্রেপ্তার করা হয়েছে বলেই খবর।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গঞ্জাম জেলার হিঞ্জিলি থানা এলাকার রলাব গ্রামে যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানেই 'রামায়ণ' যাত্রাপালা চলছিল। যাতে ৪৫ বছরের ওই অভিনেতা রাক্ষসের ভূমিকায় অভিনয় করছিলেন। অভিযোগ, একটি দৃশ্যে শুয়োরটিকে ব্যবহার করা হয়। তাঁকে মঞ্চের উপরের দিকে বাঁধা হয়েছিল। সেই অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়।
অভিযোগ, উপস্থিত দর্শকের সামনেই অভিনেতা শুয়োরকে মেরে তার মাংস দিয়ে ভোজন করেন। এই দৃশ্যের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। প্রাণীদের প্রতি হিংসা ও বন্যপ্রাণী সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে অভিনেতাকে গ্রেপ্তার করা হয়। সংগঠকদের একজনকেও গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
সোশাল মিডিয়া মারফত বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত বাবু সিং, সনাতন বিজুলির মতো বিজেপি বিধায়ক। এই ঘটনার তীব্র নিন্দা করে তাঁরা কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। বেহরামপুরের ডিভিশনার ফরেস্ট অফিসার (DFO) সানি খোকর জানান, বিষয়টির তদন্ত শুরু হয়েছে। আর কে কে এমন ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি আরও একটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তা হল এই যাত্রাপালা চলাকালীন জ্যান্ত সাপও ব্যবহার করা হয়েছে। যা গত আগস্ট মাস থেকে নিষিদ্ধ। পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে বলে খবর।
প্রসঙ্গত, গত অক্টোবর মাসে লাইভ কনসার্ট চলাকালীন মঞ্চেই মুরগির গলা কেটে রক্তপান করেছিলেন অরুণাচল প্রদেশের গায়ক কন ওয়াই সন। পরে নিজের এই কাজের জন্য ক্ষমাও চেয়েছিলেন তিনি। কিন্তু তুমুল নিন্দার মুখে পড়তে হয়েছিল গায়ককে।