shono
Advertisement

Breaking News

Champions Trophy

বিশ্বকাপ চলাকালীনই প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য দিনক্ষণ, পাকিস্তানে যাবেন রোহিতরা?

কবে হতে পারে এই টুর্নামেন্ট?
Published By: Arpan DasPosted: 06:46 PM Jun 09, 2024Updated: 06:48 PM Jun 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (2025 Champions Trophy) বল গড়াতে চলেছে পাকিস্তানের মাটিতে। ভারত (India Cricket Team) যাবে কিনা, সেটা এখনও নিশ্চিত নয়। কিন্তু রিপোর্ট অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির দিনক্ষণ নির্ধারিত হয়ে গিয়েছে। ২০২৫-র ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে পারে এই টুর্নামেন্ট।

Advertisement

২০২৩-র এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু বিসিসিআইয়ের আপত্তি শেষ পর্যন্ত ভারতের ম্যাচের ভেন্যু বদলে যায়। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে রোহিতরা ম্যাচ খেলেন শ্রীলঙ্কায়। এবার পাকিস্তান নিজেদের দেশে ম্যাচ করাতে বদ্ধপরিকর। করাচি, লাহোর ও রাওয়ালপিণ্ডিকে প্রস্তাবিত ভেন্যু হিসেবে স্থির করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। খবর অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফাইনাল হতে পারে ৯ মার্চ।

[আরও পড়ুন: ‘বিরাটের জুতোরও যোগ্য নয় বাবর’, ভারত-পাক লড়াইয়ের আগে প্রাক্তন পাক তারকার মন্তব্যে তুঙ্গে বিতর্ক]

কিন্তু মূল প্রশ্ন যেটা ঘোরাফেরা করছে সেটা হল, রোহিতরা কি যাবেন পাকিস্তানে? ইদানিং ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না। আইসিসি (ICC) টুর্নামেন্টেই কেবল সাক্ষাৎ হয় দুই প্রতিবেশী দেশের। প্রায় একযুগ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। দেড় দশকেরও বেশি সময় পাকিস্তানে খেলতে যায়নি ভারত। এখনও ভারত-পাক সম্পর্কের বিশেষ উন্নতি হয়নি। ফলে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে যাবে, রাতারাতি বড় কোনও বদল না হলে সে সম্ভাবনা ক্ষীণ।

[আরও পড়ুন: ‘তেল লাগাও ডাবরকা…’ স্লোগানে বারবকে খোঁচা! ভারত-পাক ম্যাচে নতুন মশলা ঋষভের]

পাকিস্তান বোর্ডের কর্তারা আশাবাদী এ বিষয়ে। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে জানানো হয়, "আমরা দুমাসের মধ্যে এই বিষয়ে কিছু ভেবে বের করব।" যদিও বিসিসিআইয়ের শীর্ষ কর্তা আগেই জানিয়ে ছিলেন, "আমাদের যা সরকার বলবে আমরা করব। পাকিস্তানে যেতে বোর্ডের আপত্তি নেই। তবে সেটার জন্য সরকারের অনুমতি প্রয়োজন। সরকার অনুমতি দিলেই আমরা দল পাঠাব।" ২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল। সেবার ফাইনালে ভারতকে হারিয়ে জিতেছিল পাকিস্তান। এবার কী হবে? উত্তরটা সময়ই দেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়াতে চলেছে পাকিস্তানের মাটিতে।
  • ভারত যাবে কিনা, সেটা এখনও নিশ্চিত নয়। কিন্তু রিপোর্ট অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির দিনক্ষণ নির্ধারিত হয়ে গিয়েছে।
  • ২০২৫-র ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে পারে এই টুর্নামেন্ট।
Advertisement