shono
Advertisement

বিলাসবহুল জীবনযাত্রায় মজেছে শীর্ষ নেতৃত্ব, দল ছাড়ছেন বীতশ্রদ্ধ মাওবাদী সদস্যরা

অভিযোগ, নীতি থেকে সরে দাঁড়িয়েছেন মাওবাদী নেতারা৷ The post বিলাসবহুল জীবনযাত্রায় মজেছে শীর্ষ নেতৃত্ব, দল ছাড়ছেন বীতশ্রদ্ধ মাওবাদী সদস্যরা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:36 PM Sep 10, 2018Updated: 06:36 PM Sep 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল স্তরের মাও সদস্যদের মধ্যে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে জমতে শুরু করেছে ক্ষোভ৷ নেতাদের বিলাসবহুল জীবনযাপন কর্মীদের মধ্যে বাড়িয়ে তুলছে হতাশা৷ সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে এমনই তথ্য প্রকাশ করেছে সিআরপিএফ৷ তারা জানিয়েছে, জেরায় এমনই স্বীকারোক্তি দিয়েছে খোদ ধৃত মাও সদস্যরাই৷ তারা জানিয়েছে যে, মাওবাদীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন শীর্ষস্তরের নেতারা৷ ফলে যোগাযোগ ছিন্ন হয়েছে দুই স্তরের মধ্যে৷

Advertisement

[বহাল বিশেষ আদালতের রায়, সোহরাবুদ্দিন মামলায় স্বস্তিতে ডিজি বানজারা]

প্রকাশিত সিআরপিএফ রিপোর্ট বলছে, শীর্ষ নেতাদের বিলাসবহুল জীবনযাত্রা দেখে তৃণমূল স্তরের মাও-কর্মীরা প্রচণ্ড বিরক্ত৷ মন থেকে প্রত্যন্ত এলাকায় গিয়ে কাজ করার আর সেই উত্তেজনা পাচ্ছে না তারা৷ ফলে অনেকেই হয় সংগঠন ছাড়ছে বা নিষ্ক্রিয় থাকছে। নতুবা প্রশাসনের সামনে আত্মসমর্পণ করছে৷ জানা গিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত সমগ্র দেশে আত্মসমর্পণ করেছে প্রায় ৩৫৯ জন মাও সদস্য৷ যারা ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করত৷ এদের প্রত্যেকেই জানিয়েছে যে, তারা আর সংগঠনে ফিরে যেতে চায় না৷ কারণ, আত্মসমর্পণের পর সরকার থেকে তাদের কাজের সুযোগ দেওয়া হচ্ছে এবং অনেক বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে৷

[বনধ করেও দেশের ‘বিকাশ’ বন্ধ করা যাবে না, কংগ্রেসকে তোপ বিজেপির]

সূত্রের খবর, দীর্ঘ কয়েক বছরে মাওবাদীদের মধ্যে মাত্রাতিরিক্তভাবে কমতে শুরু করেছে যুব সদস্যের সংখ্যা৷ জোগান মিলছে না আগ্নেয়াস্ত্রের৷ যা নিয়ে শীর্ষ নেতাদের মধ্যে কোনও হেলদোল নেই বলেও জানিয়েছেন আত্মসমর্পণ করা প্রাক্তন মাও সদস্যরা৷ দুই দশকেরও বেশি সময় ধরে মাওবাদী সংগঠনের হয়ে কাজ করেছেন জামপান্না ও পাহাড় সিং৷ তবে সম্প্রতি আত্মসমর্পণ করেন এই দুই মাও নেতা৷ এঁদের মতো শীর্ষ নেতৃত্বের আত্মসমর্পণও নিচু তলার কর্মীদের মনোবল ভেঙে দিয়েছে বলে মনে কার হচ্ছে৷ ফলে মোটের উপর মাও আন্দোলন যে ধীরে ধীরে ধ্বংসের পথে এগোচ্ছে তা স্বীকার করে নিচ্ছেন মাও সদস্যরাই৷

The post বিলাসবহুল জীবনযাত্রায় মজেছে শীর্ষ নেতৃত্ব, দল ছাড়ছেন বীতশ্রদ্ধ মাওবাদী সদস্যরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement