shono
Advertisement
Soham Chakraborty

আরও বিপাকে সোহম, এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হাই কোর্টে রেস্তরাঁ মালিক

Published By: Tiyasha SarkarPosted: 12:14 PM Jun 12, 2024Updated: 12:55 PM Jun 12, 2024

গোবিন্দ রায়: এবার আরও বিপাকে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এবার হাই কোর্টের দ্বারস্থ রেস্তরাঁ মালিক। আগামী শুক্রবার এই মামলার শুনানি।

Advertisement

গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে রেস্তরাঁ কাণ্ড। শুটিং করতে গাড়ি রাখাকে কেন্দ্র করে অশান্তির জেরে রেস্তরাঁ মালিককে চড় মারার অভিযোগ উঠেছে বিধায়ক সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে। জল গড়িয়েছে থানা পর্যন্ত। টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন আক্রান্ত রেস্তরাঁ মালিক। অভিযোগ, বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও কোনও পদক্ষেপ করেনি থানা। এর পরই মামলা দায়েরের অনুমতি চেয়ে হাই কোর্টে আবেদন করেন রেস্তরাঁ মালিক। বিচারপতি অমৃতা সিনহা অনুমতি দিয়েছেন। রেস্তরাঁ মালিকের অভিযোগ, থানা কোনও পদক্ষেপ করছে না।

[আরও পড়ুন: মনোজ পান্ডের বিদায়, দেশের নয়া সেনাপ্রধান হচ্ছেন লেফটেনান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী]

প্রসঙ্গত, এই রেস্তরাঁ কাণ্ডে লেগেছে রাজনীতির রং। সোহমের কীর্তির নিন্দা করেছেন তারই দলের সাংসদ দেব। সোহমের ক্ষমা চাওয়া উচিৎ। এদিকে দেবের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন মদন মিত্র। তিনি বলেছিলেন, “দেবকে আমি অনুরোধ করব, তুমি সিনেমায় ছিলে তো! সিনেমায় তুমি এক নম্বর। আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতিতে তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে। এতে তোমারও ক্ষতি, বাংলারও ক্ষতি। সোহমকে কিছু বলার দরকার হলে দল আছে, সংসদীয় দল আছে, কোর কমিটি আছে, অভিষেক আছে, মমতা আছে।”

[আরও পড়ুন: ৪০০ বলে মাত্র ২৪০! দেশজুড়ে ভোট বিপর্যয়ের কারণ খুঁজবে বিজেপি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার আরও বিপাকে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।
  • পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ রেস্তরাঁ মালিক।
  • আগামী শুক্রবার এই মামলার শুনানি।
Advertisement