shono
Advertisement

লকডাউনের চতুর্থ পর্বেই চালু হচ্ছে কলকাতা মেট্রো! গুজবে কান না দিয়ে সত্যিটা জানুন

কী জানাল মেট্রো কর্তৃপক্ষ? The post লকডাউনের চতুর্থ পর্বেই চালু হচ্ছে কলকাতা মেট্রো! গুজবে কান না দিয়ে সত্যিটা জানুন appeared first on Sangbad Pratidin.
Posted: 01:53 PM May 16, 2020Updated: 02:21 PM May 16, 2020

নব্যেন্দু হাজরা: লকডাউনের চতুর্থ দফাতেই ঘুরতে চলেছে কলকাতা মেট্রোর চাকা। অল্প সংখ্যক যাত্রী নিয়েই শুরু হবে পরিষেবা। সোশ্যাল ডিসটেন্সিং মেনেই যাতায়াত করতে হবে। ট্রেনে ওঠার আগে হবে স্ক্রিনিং। সম্প্রতি কলকাতা মেট্রো পরিষেবা নিয়ে এমনই খবর ছড়িয়ে পড়ে। যা রীতিমতো বিভ্রান্তির সৃষ্টি করেছে। কিন্তু মেট্রো রেলের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। মেট্রো পরিষেবা ফের চালু নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Advertisement

মেট্রোর সিপিআরও জানান, “রেলওয়ে বোর্ড থেকে পরিষেবা চালু করার কোনও নির্দেশ এখনও আসেনি। তাই বাজারে যে খবর ঘুরে বেড়াচ্ছে তার কোনও সত্যতা নেই। এতে যাত্রীদের বিভ্রান্ত করা হচ্ছে। এমন খবর ছড়িয়ে পড়তেই প্রচুর ফোন পেয়েছি আমরা। সংবাদ সংস্থা পিটিআইও কোথাও উল্লেখ করেনি যে লকডাউনের চতুর্থ পর্বেই চলবে মেট্রো। পরিষেবা চালুর নির্দেশিকা হাতে পেলে আমরাই সংবাদমাধ্যমকে তা জানাব।” এককথায় গুজবে কান না দেওয়ার পরামর্শ দিল মেট্রো রেল।

[আরও পড়ুন: করোনা সংক্রমণ প্রতিরোধে কার্যকরী আয়নিত জল ও নেগেটিভ আয়ন স্প্রে, দাবি বিজ্ঞানীদের]

লকডাউন উঠলেই কি সচল হবে শহরের লাইফলাইন? চেনা ছন্দে ফিরবে পাতালপথ? মেট্রোসূত্রের তরফে আগেই জানা গিয়েছিল, দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে চলতি মাসে অন্তত যাত্রী নিয়ে মেট্রো চলার সম্ভাবনা কম। পাতালে ট্রেন চালানোর বিষয়ে রেলমন্ত্রক থেকে এখনও তেমন কোনও ইঙ্গিত মেলেনি। অবশ্য, ট্রেন চালানোর প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না মেট্রো রেল আধিকারিকরা। নিয়মিত চলছে লাইন ইনস্পেকশন, ছুটছে মেট্রোও। কিন্তু যাত্রী নিয়ে যখনই
ছোটা শুরু করবে মেট্রো, তখন পাতালপথে ক্রাউড ম্যানেজমেন্ট করা যে বড় চ্যালেঞ্জ হবে কর্তাদের কাছে, তা বলাই বাহুল্য। দফায় দফায় চলছে মিটিং। কীভাবে সোশ্যাল ডিসট্যান্স বজায় রেখে যাত্রীদের ট্রেনে যাতায়াত করানো যায়, সেই পরিকল্পনাও চলছে।

উল্লেখ্য, শুক্রবারই শোনা গিয়েছিল লকডাউনের চতুর্থ পর্বেই চালু হতে পারে দিল্লি মেট্রো। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সেই সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (DMRC) এক আধিকারিক। জানিয়েছিলেন, নির্দিষ্ট কিছু রুটেই তা চালানো হবে। মেনে চলা হবে সামাজিক দূরত্বও।

[আরও পড়ুন: লকডাউনের পর বিমানবন্দর খোলার প্রস্তুতি, মানতে হবে একগুচ্ছ বিধিনিষেধ]

The post লকডাউনের চতুর্থ পর্বেই চালু হচ্ছে কলকাতা মেট্রো! গুজবে কান না দিয়ে সত্যিটা জানুন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement