shono
Advertisement
RG Kar Hospital Case

লকারে ফাইলবন্দি যাবতীয় অভিযোগের নথি! সন্দীপের বাড়ি থেকে উদ্ধার সিবিআইয়ের

নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ও সেই সংক্রান্ত ফাইল সব যত্ন করে নিজের বাড়ির আলমারিতে রেখে দিতেন সন্দীপ।
Published By: Sucheta SenguptaPosted: 10:48 AM Sep 09, 2024Updated: 06:04 PM Sep 09, 2024

অর্ণব আইচ: নিজের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ-তদন্তের ফাইল বাড়িতে লকারবন্দি করে রাখতেন আর জি কর মেডিক্যাল কলেজের(RG Kar Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এছাড়াও দরপত্র থেকে শুরু করে ভেন্ডারদের চুক্তিপত্র-সহ যাবতীয় গুরুত্বপূর্ণ নথি, ফাইল - কোনওটাই নিজের অফিসে রাখতেন না ধৃত অধ্যক্ষ। সব রাখতেন নিজের বাড়িতে। পূর্ব কলকাতার বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব যাবতীয় নথি ও ফাইল উদ্ধার করেছে সিবিআই।

Advertisement

সিবিআই সূত্রে খবর, আর জি কর হাসপাতালে সন্দীপ ঘোষের(Sandip Ghosh) অফিসে তল্লাশি চালিয়ে যখন কোনও গুরুত্বপূর্ণ ফাইল ও নথির হদিশ মেলেনি, তখন অনেকটাই অবাক হয়েছিলেন আধিকারিকরা। তাই পরে তাঁর বেলেঘাটার বাড়িতে চালানো হয় তল্লাশি। বাড়ির একাধিক আলমারি ও বিশেষ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে সিবিআই উদ্ধার করে বেশ কিছু ফাইল ও নথি। সেসবে ভর্তি তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ।

[আরও পড়ুন: আর জি কর আবহে আজ নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, প্রশাসনকে কী বার্তা?]

আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়েছিল হাসপাতালে। সেই অভিযোগপত্র ও সেই সংক্রান্ত ফাইলগুলি প্রত্যেকটি যত্ন করে নিজের বাড়ির আলমারিতে রেখে দিতেন সন্দীপ। একইভাবে দুর্নীতি সংক্রান্ত বহু তদন্তের রিপোর্টের নথি ও ফাইলের আসল নথি ও কপি নিজের কাছেই সন্দীপ রেখে দিতেন। এছাড়াও দরপত্র ও ভেন্ডারের সঙ্গে চুক্তির যাবতীয় নথিও বাড়ির লকারে সুরক্ষিত রাখতেন সন্দীপ। এগুলি সামনে রেখে নিজাম প‌্যালেসে সন্দীপ ঘোষকে সিবিআই আধিকারিকরা জেরা করেছেন বলে খবর।

[আরও পড়ুন: We Demand Justice! ‘সুপ্রিম’ শুনানির আগে স্লোগান বদলে দিল নির্যাতিতার পরিবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সন্দীপ ঘোষের বাড়িতে ফাইলবন্দি সমস্ত নথি!
  • নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নিজের বাড়িতে ফাইলে যত্ন করে রেখেছিলেন তিনি।
  • বেলেঘাটার বাড়িতে তল্লাশি চালিয়ে সেসব উদ্ধার করল সিবিআই।
Advertisement