shono
Advertisement

ভারতীয় সমাজকে ‘হিপোক্রিট’তকমা দিলেন রিচা চাড্ডা

নারীদের সম্মান দেওয়া ও তাঁদের আত্মবিশ্বাসী করে তোলাই পুরুষদের কর্তব্য৷ The post ভারতীয় সমাজকে ‘হিপোক্রিট’ তকমা দিলেন রিচা চাড্ডা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:35 AM Sep 11, 2016Updated: 10:07 PM Sep 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে নারী নির্যাতন নিয়ে ও নারীর অধিকার নিয়ে মুখ খুলেছেন অনেকেই৷ এবার মুখ খুললেন অভিনেত্রী রিচা চাড্ডা৷ সম্প্রতি একটি আলোচনা সভায় তিনি অকপটে ভারতীয় সমাজকে ‘হিপোক্রিট’ তকমা দিয়েছেন৷

Advertisement

অভিনেত্রী বলেন, নারীদের সম্মান দেওয়া ও তাঁদের আত্মবিশ্বাসী করে তোলাই পুরুষদের কর্তব্য৷ মেয়েরা জানে তাঁরাও পারে, কিন্তু তাঁদের এই বিশ্বাসকেই আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে পুরুষদের সাহায্য করা উচিত৷

সমাজের দ্বৈততা ছোটবেলা থেকেই তাঁকে ভাবিয়ে তুলেছে বলে জানান রিচা৷ ভারতীয় সমাজে একদিকে যেমন নারী মূর্তির পুজো হয়, পালিত হয় নবরাত্রি, সেখানে অন্যদিকে মেয়েদের প্রতি নির্যাতন শুরু হয় ভ্রুণহত্যা দিয়ে৷

দেবী দুর্গার শক্তির আরাধনা হলেও বাস্তবে নারীদের পরিস্থিতি আলাদা৷ বাইরে যা দেখানো হয় তা সমাজের অভ্যন্তরে মেনে চলা হয় না৷ ভারতীয় সমাজের বাস্তব চিত্রটাই এর মধ্যে  তুলে ধরলেন রিচা চাড্ডা৷

The post ভারতীয় সমাজকে ‘হিপোক্রিট’ তকমা দিলেন রিচা চাড্ডা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement