সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারে মেয়ের জন্ম হয়েছে। রিচা চাড্ডা ও আলি ফজলের (Richa Chadha-Ali Fazal) যেন খুশির ঠিকানা নেই। একরত্তির মুখের দিকে তাকিয়েই কেটে যাচ্ছে সময়। মেয়ের প্রথম ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে নিলেন তারকা দম্পতি। তা দেখে মুগ্ধ নেটিজেনরা। ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন চাড্ডা-ফজল পরিবারের খুদে সদস্যকে।
২০২০ সালে আইনি মতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রিচা-আলি। তবে সামাজিকভাবে বিয়ে সারেন তারও বছর দুয়েক বাদে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সুখবর দেন তারকা দম্পতি। সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে লেখেন, “১+১= ৩, ছোট্ট হৃদস্পন্দনই এখন আমাদের কাছে পৃথিবীর সবথেকে বড় শব্দ।” পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। শুরু হয়ে যায় সন্তান ভূমিষ্ট হওয়ার অপেক্ষা।
[আরও পড়ুন: ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত Horoscope: ভালো না মন্দ? কেমন কাটবে এই সপ্তাহ? জেনে নিন রাশিফল ]
এই অপেক্ষার অবসান হয় ১৬ জুলাই। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন রিচা। সুখবরটি আলি দেন দিন দুয়েক পরে। জানান, মা ও সন্তান সুস্থ আছে। মেয়ের জন্মে পরিবারের সবাই খুশি। শনিবার মেয়ের প্রথম ছবি পোস্ট করে রিচা-আলি লিখেছেন, "আমাদের জীবনের সবচেয়ে বড় মেলবন্ধনের ঘোষণা একটি মিলিত পোস্টেই করছি। আমরা সত্যিই আশীর্বাদ পেয়েছি। আমাদের এই ছোট্ট মেয়ে আমাদের খুব খুব ব্যস্ত রাখছে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ।"
মেয়ের মুখ দেখাননি আলি-রিচা। শুধু তাঁর ছোট্ট, মিষ্টি দুটি পায়ের ছবি পোস্ট করেছেন। তাতেই মুগ্ধ তারকা দম্পতির অনুরাগীরা। তারকারাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন, প্রিয়াঙ্কা চোপড়া, তাপসী পান্নু, জিমি শেরগিল, নীতি মোহন। 'হীরামাণ্ডি' সিরিজে কাজের সুবাদে মনীশা কৈরালার সঙ্গেও ভালো সখ্যতা রিচার। তিনিও জানিয়েছেন শুভেচ্ছা।