সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ৭ বছর দিল্লি ক্যাপিটালসের কোচ থাকার পরে সরে দাঁড়িয়েছেন রিকি পন্টিং। তার পর থেকেই জল্পনা ছিল, এবার কি দিল্লির কোচ হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? সেই জল্পনার আগুন উসকে গিয়েছে প্রাক্তন অজি তারকার মন্তব্য। আইসিসির একটি ভিডিওতে তিনি জানান, আগামী দিনে কোনও ভারতীয় তারকাকে কোচ হিসাবে নিযুক্ত করতে চাইছে দিল্লির টিম ম্যানেজমেন্ট।
১৭তম আইপিএল শেষেও খালি হাতে ফিরতে হয়েছে দিল্লিকে। ঋষভ পন্থরা টুর্নামেন্টের প্লে অফের যোগ্যতা অর্জন পারেননি। অথচ তারকা বোঝাই দল নিয়ে আশাবাদী ছিল ক্রিকেটমহল। বিশেষ করে কোচ রিকি পন্টিং ও ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে যে দিল্লি এবার চমক দেখাতে পারে, সেই প্রত্যাশাই করেছিলেন অনেকে। কিন্তু কার্যক্ষেত্রে ষষ্ঠস্থানে থামতে হয় পন্থদের। তার পরেই কোচের পদ থেকে ছেঁটে ফেলা হয় পন্টিংকে।
[আরও পড়ুন: ‘যোগ্য হিসাবেই ভিনেশকে পদক দেওয়া উচিত’, প্রতিবাদী কুস্তিগিরের হয়ে সওয়াল সৌরভের]
আগামী দিনে দিল্লির নতুন কোচ কে হতে পারেন, সেই নিয়ে আইসিসির একটি ভিডিওতে মুখ খোলেন পন্টিং। তিনি বলেন, “হয়তো আগামী মরসুমে দিল্লির দায়িত্বে কোনও ভারতীয় কোচ থাকবেন। কারণ দিল্লির টিম ম্যানেজমেন্ট মনে করছে, এমন এক জনকে কোচ হিসাবে চাই যে দলকে আরও বেশি সময় দিতে পারেন। শুধু আইপিএলের সময় নয়, বাকি সময়েও ভারতে থাকেন। স্থানীয় ক্রিকেটার তুলে আনার কাজ করেন। আমার পক্ষে অতটা সময় দেওয়া সম্ভব নয়। সেই কারণেই আমি দায়িত্ব ছেড়েছি।"
তাহলে কি এবার কোচের পদে আসছেন সৌরভই? সেই সম্ভাবনা অবশ্য একেবারেই ক্ষীণ। সূত্রের খবর, টিম ডিরেক্টর হিসাবেই কাজ চালিয়ে যাবেন সৌরভ। হেডকোচ তিনি হতে চান না। অন্য কাউকে হেডকোচ হিসাবে নিয়োগ করা হবে। পন্টিংয়ের মতো হাই প্রোফাইল কাউকে কোচ করা হবে না। নতুন কোচ নিয়োগ হলে তাঁর সঙ্গে আলোচনা করে আগামী মরশুমের দলগঠনের স্ট্র্যাটেজি স্থির করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঋষভ পন্থদের কোচ হওয়ার দৌড়ে ভারতীয়রাই এগিয়ে রয়েছেন, সেই বিষয়টি স্পষ্ট করে দিলেন পন্টিং।