সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের অস্ট্রেলিয়া সফর থেকেই বেবিসিটিংয়ের বিষয়টি ঢুকে পড়েছে দুই দলের ড্রেসিংরুমে। প্রথমে বিষয়টি নিয়ে নানা বিতর্ক তৈরি হলেও পরে অবশ্য তা মশকরাতেই পরিণত হয়েছে। আর বেবিসিটিং ক্রমে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে তা দিয়েই তৈরি হয়েছে সিরিজের প্রোমোতেও। যেখানে অস্ট্রেলিয় কচিকাঁচাদের নিয়ে মেতে উঠেছেন বীরেন্দ্র শেহওয়াগও। আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়া সীমিত ওভারের সিরিজ সেই প্রোমো মন কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। আর যে ভারতীয় তারকাকে নিয়ে গোটা বিষয়টির সূত্রপাত হয়েছিল, সেই ঋষভ পন্থ এবার মুখ খুললেন নয়া প্রমোটি নিয়ে।
[নির্বাচক প্রধানকে পেটানোর শাস্তি, আজীবন নির্বাসিত ক্রিকেটার]
যাঁরা বেবিসিটিং পর্বের কথা ভুলে গিয়েছেন, তাঁদের একবার মনে করিয়ে দেওয়া যাক। গত বছরের শেষে বর্ডার-গাভাসকর সিরিজে মাঠের মধ্যেই ঋষভ পন্থকে স্লেজিং করতে দেখা গিয়েছিল টিম পেইনকে। মেলবোর্নে ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যানকে উত্যক্ত করতে অজি অধিনায়ক বলেছিলেন, “আমি যখন স্ত্রীকে নিয়ে বাইরে যাব, আমার সন্তানদের দেখাশোনার দায়িত্ব নেবে?” পেইনের মন্তব্য ধরা পড়েছিল উইকেটে লাগানো মাইক্রোফোনের। তবে পালটা দিতে ছাড়েননি ঋষভও। পেইনকে অস্থায়ী অধিনায়ক বলে কটাক্ষ করেন তিনি। সঙ্গে বলেন, “এই অস্থায়ী অধিনায়ক শুধু কথাই বলতে পারে। আর কিছুই পারে না। সেসময় বিবাদ বেশ প্রকট হয়ে উঠেছিল। তবে বিষয়টি হালকা হয়ে যায়, যখন মিসেস পেইন নিজের সন্তানদের সঙ্গে পন্থের ছবি পোস্ট করেছিলেন। সঙ্গে লেখেন, ঋষভ পন্থ ‘সেরা বেবিসিটার’? দারুণভাবে বাচ্চা সামলাতে পারেন। তারপর থেকেই বিষয়টি নিয়ে মশকরা শুরু হয়। আর এবার ভারতের মাটিতে অজি সিরিজের আগে সেই বেবিসিটার নিয়েই তৈরি হয়েছে একটি প্রোমোশন।
প্রোমোটিতে শেহওয়াগকে দেখে দারুণ খুশি পন্থ। বিজ্ঞাপনে বীরু বলছেন, “আমরা যখন অস্ট্রেলিয়া গিয়েছিলাম, জিজ্ঞেস করা হয়েছিল, বেবিসিটিং করব কিনা। আমরা বলছি, সবাই চলে এসো। নিশ্চয়ই করব।” মজা করে পন্থ লিখেছেন, “বীরু পাজি আমায় ক্রিকেটে যেমন ভাল হতে শিখিয়েছেন, তেমনই বেবিসিটিংটাও ভাল শেখালেন।” পন্থের এমন টুইট মন কেড়েছে ক্রিকেটভক্তদের।
[বিশ্বকাপের পরই কি অবসর নিচ্ছেন ধোনি? মুখ খুললেন প্রধান নির্বাচক]
The post শেহওয়াগের ‘বেবিসিটিং’ দেখে কী বললেন পন্থ? appeared first on Sangbad Pratidin.